ঈদ নামে বারবার -সাজজাদ হোসাইন খান

ঈদ নামে বারবার -সাজজাদ হোসাইন খান

কবিতা মে ২০২০

চাঁদ নয় তারা নয় সূর্যের পাড়া নয় ফুল নয় বাগানের তিনি শুধু ঘুম থেকে জাগানের।

হীরকের দ্যুতি নয় পান্না ও মতি নয় নয় জ্যোতি স্বর্ণের তিনি এক মধুময় বর্ণের।

সাগরের মাঠ নয় আকাশের খাট নয় ঘাট নয় পরিদের ভিড় বুকে ভালোবাসা তরীদের।

প্রজাপতি পাখা নয় রংধনু মাখা নয় নয় সে যে কস্তূরী গন্ধ তার চে’ও মৌ মৌ মমতার ছন্দ।

আম্মা এই ডাকে ঈদ নামে বারবার চাঁদ তারা পুষ্প জোছনার সমাহার।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ