ঈদ -মীর গোলাম মাওলা শরীফ

ঈদ -মীর গোলাম মাওলা শরীফ

কবিতা মে ২০২০

হাসি-খুশি বন্ধুরা সব
একটি শিশু বাদে
নতুন জামা দেয়নি কিনে
তাইতো সে আজ কাঁদে।

কে কোন জামা পরবে ঈদে
ভাবছে কিশোর দল
এসব শুনে ছোট্ট নুরুর
চোখ দুটি ছলছল।

বাপ চালাতো রিক্সা ঢাকায়
প্রতিবারের ন্যায়
এবার বাড়ি, বন্ধ কামাই
নোভাল করোনায়।

এসব কথা শুনে নাকিব
পেল ভীষণ ব্যথা
দৌড়ে গিয়ে মাকে বলে
বন্ধু নুরুর কথা।

ছেলের কথায় মা বললো
কিসের এত চিন্তা ?
আব্বু, চাচু, নানু দিছে
তোমায় জামা তিনটা।

একটা জামা নিয়ে নাকিব
দিল নুরুর হাতে
নুরুর মুখে ফুটলো হাসি
যেমন সুরুজ প্রাতে।

ঈদের খুশি সবার জন্য
একার শুধু নয়
সবাই মিলে বিশ্বটাকে
করবো মোরা জয়।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ