আমাদের এই দেশ  - আবুল হোসেন আজাদ

আমাদের এই দেশ - আবুল হোসেন আজাদ

কবিতা এপ্রিল ২০২০

আমাদের এই দেশ নদী ফুল ফল
সবুজের সমারোহ বায়ু সুশীতল।
পাকুড়ের ছায়াতলে রাখালের বাঁশি
তারাদের মিটিমিটি জোছনার হাসি।
মন ভরে যায় শুনে পাখিদের গান
মাঠজুড়ে ফলে গম তিল পাট ধান।
নাও ছেড়ে ভাটিয়ালি মাঝি গেয়ে যায়
গলুইতে হাল ধরে দূরে ভিনগাঁয়।
কৃষকের মুখে সুখে হাসি অনাবিল
অতিথি পাখির মেলা জুড়ে বিলঝিল।
প্রজাপতি মৌমাছি ফড়িংরা উড়ে
এসে বসে ফুল সনে মধু নিতে ঢুঁড়ে।
আম জাম কাঁঠালের সারিসারি গাছ
খাল নদী পুকুরের জলে ভরা মাছ।
এই দেশ আমাদের রূপ রাশি রাশি
আজীবন প্রাণ দিয়ে একে ভালোবাসি।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ