অল্প মানুষের দলে

অল্প মানুষের দলে

কুরআনের আলো আগস্ট ২০১৮

বাসার ছাদে পতাকা উড়ছে। নতুন পতাকা। তানযীল দেখল- এ তো আমাদের পতাকা নয়। ভিনদেশী। সূর্যের লাল, পাতার সবুজ কোনোটিই নেই এতে। যে পতাকায় লেখা আছে আমাদের মাটির ইতিহাস, বেঁচে থাকার গল্প- কই, সে পতাকা তো এখানে ওড়েনি কোনো দিন! বাসায় ঢুকেই ছোটভাই তাহমীদকে ডেকে বলল- ছাদে পতাকা উড়িয়েছে কে? -কেন, আমি! -এটা কি আমাদের পতাকা? -অবশ্যই না। তবে এ কাজ তো শুধু আমি করিনি। অধিকাংশ মানুষই এখন বিশ্বকাপের জোয়ারে ভাসছে। নিজ নিজ দলের পতাকা কিনছে। আনন্দ করছে।
তানযীল বলল-শোনো, নিজ দেশের প্রতি যার সামান্য ভালোবাসা আছে, সে অন্যদেশের পতাকা কখনোই ওড়াতে পারে না। আচ্ছা, তুমি কি জানো- এ খেলা উপলক্ষে কত অন্যায় ঘটে পৃথিবীতে? কত হারাম কাজকে সহজ করে দেয় এ খেলা? এ যেন বিশ্বকাপ নয়- বিশ্বপাপ!
কথাগুলো একটু কঠিন মনে হলো তাহমীদের কাছে। তার মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছে। অপ্রস্তুত মনে বলেই ফেলল- তোমার মতো ক’জন আছে? খুঁজে দেখো। সবাই যা করে, তা আমি করলেই পাপ হয়ে যাবে? তানযীল বলল, বুঝতে পেরেছি- তুমি ‘অনেক মানুষের দলে’। আমি কিন্তু ভাই ‘অল্পদের দলে’। কেন, সেটাও বলছি।-
একবার ওমর (রা) শুনলেন, একলোক দুআ করছে- ‘হে আল্লাহ! আমাকে অল্পদের দলে রাখো।’ ওমর (রা) বললেন, এ কেমন দুআ? সে বলল, আমি আল্লাহকে বলতে শুনেছি- ‘আর আমার বান্দাহদের মধ্যে অল্পলোকই কৃতজ্ঞ’। (সূরা সাবা : ১৩) এ জন্যই আমি দুআ করছি, যেন আল্লাহ আমাকে এমন অল্পলোকের দলে রাখেন। ওমর (রা) অবাক হয়ে বললেন, ‘সব মানুষই ওমরের চেয়ে জ্ঞানী!’ তানযীল বলল- শুধু খেলা নয়; সকল কাজেই আমরা ‘অনেকের’ অনুসরণ করতে চাই। অথচ আল্লাহ মহানবী (সা)-কে সতর্ক করেছেন এভাবে- ‘আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিবে।’ (সূরা আনআম : ১১৬) এবার বলো, তুমি কাদের দলে?
তাহমীদ চুপ থেকে বোঝাতে চাইল, সে-ও অল্পদের দলেই। ভাবল, বন্ধুদের সে আজই জানিয়ে দেবে- বিশ্বকাপে সে কাউকে সমর্থন করছে না। আচ্ছা! এতে যদি কিছু বন্ধু কমে যায়? যাক না। সে-তো অল্পদের দলেই!
বিলাল হোসাইন নূরী
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ