অনুশীলন অনুশীলন

অনুশীলন অনুশীলন

অনুশীলন ফেব্রুয়ারি ২০১৮

ফেব্রুয়ারি, ২০১৮ মাসের ছড়া

“বোশেখ এলো বোশেখ এলো
কালবোশেখি ঝড়
ঝড়ের চোটে হাওয়ায় লোটে
জীর্ণ ঘরের খড়।”

ডিসেম্বর, ২০১৭ মাসের ছড়া

“আমার ভাষা বাংলা ভাষা
রক্ত দিয়ে কেনা
তাইতো বাংলা বিশ্ব মাঝে
এতো বেশি চেনা।”

রফিক, শফিক, বরকতেরা
করলো জীবন দান,
তাইতো বাংলা সবার সেরা
থাকবে অম্লান।

বাংলা আমার মায়ের ভাষা
খোদার সেরা দান,
তাইতো মোরা জীবন দিয়ে
রাখবো ভাষার মান।

মুন্তাসির আহমাদ মুয়াজ
১৯/এ, আলিয়া মাদরাসা রোড বাই-লেন,
কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ

আরো যাদের লেখা
ভালো হয়েছে

মাজহারুল ইসলাম, ধাপ খলিফা পাড়া, উপশহর, রংপুর; আনিসুর রহমান, কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম; সুলতান মাহমুদ ফাহাদ, রানীনগর, মনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; জিয়ারুল ইসলাম জুয়েল, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; মুহা. আসিফুর রহমান, বাঁশখালী, চট্টগ্রাম; মোহাম্মদ শরীফ, কাউয়ারটেক, মনপুরা, ভোলা; মো: শামীম শাওন, নাটেহরা হাজীবাড়ি, হাজীগঞ্জ, চাঁদপুর; হাসিব মাহমুদ মোশাররফ, কারমাইকেল কলেজ, রংপুর।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ