অনুশীলন

অনুশীলন

অনুশীলন জুলাই ২০১২

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে। চলছে অশেষ রহমত ও বরকতের মাস মাহে রমজান।
সবাই আনন্দচিত্তে রোজা রাখছো নিশ্চয়ই! অনুশীলন তোমাদের একটি প্রিয় বিভাগ। সুতরাং বেশি বেশি লিখবে। সুন্দর লেখাটি পাঠিয়ে দেবে।  অন্য বিভাগেও অংশ নেবে। আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই
-পরিচালক ভাইয়া

জুলাই ২০১২ মাসের ছড়া
‘‘ভালোবাসি পাহাড় নদী
ভালোবাসি পাখি
ভালোবাসি শিশু-কিশোর
স্বপ্ন ভরা আঁখি।”

মে ২০১২ মাসের ছড়া
“অন্ধকারের বদ্ধ দুয়ার
শক্ত হাতে খুলবো
সত্য-ন্যায়ের বিজয় নিশান
ঊর্ধ্বে এবার তুলবো।”
পেছন দিকে ফিরবো না আর
লক্ষ্যপানে ছুটবো
অলসতা দূরে ঠেলে
গোলাপ হয়ে ফুটবো।
গরিব-দুঃখী সবার প্রাণে
সুখের স্বপ্ন বুনবো
সফলতার অংশটুকু
আমরা আবার গুনবো।
তাওহীদুল ইসলাম তারেক
জামেয়া কাসেমিয়া, নরসিংদী

আরো যাদের লেখা ভালো হয়েছে
হাফেজ মুহাম্মদ সালাহউদ্দীন, মুল্লাপুর, বিয়ানী বাজার, সিলেট; সাইফুদ্দিন, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ; শফি উল্লাহ, আকামাজানা, কুড়ার বাজার, বিয়ানীবাজার, সিলেট; মাসুম বিল্লাহ, জাহানাবাদ, ক্যান্ট., খান জাহান আলী, খুলনা; মুফরাদ আলী, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট; আব্দুল কাদের, শুশুন্ডা, মুরাদনগর, কুমিল্লা; তাসপিয়া আক্তার প্রীতি, ফরিদগঞ্জ, চাঁদপুর; কাউছার আলম, চরহোগলা, ফরিদগঞ্জ, চাঁদপুর; সুমাইয়া আক্তার পিংকি, এম কে আলম, ফরিদগঞ্জ, চাঁদপুর; আরমান হোসাইন রাজু, নোয়াখালী সরকারি কলেজ, দক্ষিণ মান্দারী, লক্ষ্মীপুর; হুমায়রা আনজুম, চাঁপাইনবাবগঞ্জ সদর; রবিউল হাসান, কুলশ্রী, চাটখিল, নোয়াখালী; শিবলী ইমন, ছৈয়া, দরবস্ত বাজার,  জৈন্তাপুর, সিলেট; মো: সাব্বির হোসেন, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, মাগুরাহাট, অভয়নগর, যশোর;  মোহাইমিনুল হক (অন্তর), লাকী মোড়, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ;   আল হেলাল, জালমাছমারী (সহড়াতলা), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; সাজ্জাদ হোসেন চৌধুরী, পূর্ব জুরাইন আদর্শ উচ্চবিদ্যালয়, পূর্ব জুরাইন, ঢাকা; রেশমা আক্তার রিতু, কাকিলাকুড়া, শ্রীবরদী, শেরপুর; মোজাহেদীন আলম, ভূষিরবন্দর, চিরিরবন্দ, দিনাজপুর; মাহিদুল ইসলাম (মন), মেডিক্যাল পাকারমাথা, সদর, রংপুর; জি এম তারিকুজ্জামান (তরিক), মধুগ্রাম, শাহপুর, ডুমুরিয়া, খুলনা; মুহাম্মদ আতাউর রহমান, ভেড়াপোড়া আদর্শ মহাবিদ্যালয়; দুর্গাপুর, রাজশাহী;  মোহাম্মদ হানিফ, ঐ; আরাফাত নিশান, মিস্ত্রীপাড়া রোড, চাঁপাইনবাবগঞ্জ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ