অনুশীলন

অনুশীলন

অনুশীলন মার্চ ২০২০

প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ। তোমাদেরই পরিচালক ভাইয়া।

জানুয়ারি ২০২০ মাসের ছড়া

“স্মরণ করি তাদের আজ রক্তে ভেজা মুখ এনে দিল লাল সবুজের স্বাধীনতার সুখ।”

রক্ত দিল শহীদ হলো শুধুই দেশের তরে, আঁধার ঘরে আলোর প্রভাত আনলো যারা ঘরে।

স্মরণ করি তাদের আজ আনলো যারা বিজয়, তাদের বুক শীতল হোক বাংলা ভাষার হৃদয়।

মো. ইয়াছিন আরাফাত ডিমলা, নীলফামারী

মার্চ ২০২০ মাসের ছড়া

“মনে হচ্ছে মেঘের ওপর কেউবা হাসে, বৃষ্টি হবে? চোখের ওপর তাইতো ভাসে। বৃষ্টি তুমি ঝর ঝরিয়ে ঝরো শুকনো মাটি সিক্ত করো।”

আরো যাদের লেখা ভালো হয়েছে হাবিবুর রহমান, শেরেবাংলা, ঘাড়ি পাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর; তাওহীদুল ইসলাম, মোরেলগঞ্জ, বাগেরহাট; জাহাংগীর আলম, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা; শাহাদাত হোসেন বাবু, দক্ষিণ মনিপুর, মিরপুর, ঢাকা; হাবিবুর রহমান, ঘাড়িপাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর; মোঃ হাছান, চরমোহনা, রায়পুর, লক্ষ্মীপুর; আরাফাত মলঙ্গী, হোগলডাঙ্গা, ফয়লাহাট, রামপাল, বাগেরহাট; জাবির আহম্মেদ জিহাদ, চিনাডুলী, ইসলামপুর, জামালপুর; মাহাবুব আলম, নাগেরপাড়া, গোসাইরহাট, শরীয়তপুর; মুহাম্মদ ইমদাদ হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ; অ্যালবার্ট মেহেদী, হাজির হাট, রংপুর সিটি করপোরেশন, রংপুর; মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ