অনুশীলন

অনুশীলন

অনুশীলন জুন ২০১৩

প্রাণপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এবারও তোমাদের অনেক কম লেখা পেয়েছি। কারণ কী? সম্ভবত লেখাপড়ায় খুব ব্যস্ত আছো। কিন্তু তার মধ্যেই তো লিখতে হবে। লেখা অব্যাহত না রাখলে চলবে কেন? আশা করি এখন থেকে অনেক ভালো এবং বেশি বেশি লেখা পাঠাবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। তোমাদেরই Ñ পরিচালক ভাইয়া জুন ২০১৩ সংখ্যার ছড়া “তেজ ছিল, বেগ ছিল কবিতায় হুল বহু পথ ভেঙেছিলেন কবি নজরুল।” এপিল ২০১৩ সংখ্যার নির্বাচিত ছড়া “পাকা ফল রাশি রাশি তাই মন হাসি হাসি দুখী ভাই পায় না তাই তার বায়না।” পাকা ফল টুকটুকে মিষ্টি রস চোখে মুখে দুখীসহ মিলে মিশে খেতে বসি হেসে হেসে। চারিদিকে মধুমাসে ভরে যায় রসে রসে বিলিয়ে দেব হাসি মুখে পাশে থাকি দুখীর দুখে। মুহাম্মদ নেজামুল ইসলাম পুইছড়ী, বাঁশখালী, চট্টগ্রাম আরও যাদের লেখা ভালো হয়েছে মো: সোলতান মাহমুদ, উত্তর দুর্গাপুর, সদর; লক্ষ্মীপুর; হুজ্জাতুল্লাহ, খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, খুলনা; ইসমাইল হোসেন আদর, ছাতারপাইয়া উচ্চবিদ্যালয়, সেনবাগ, নোয়াখালী; সাকলাইন শাহরিয়ার, ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়, নীলফামারী; মেসবাহ, কচুয়া, চাঁদপুর; মুহাম্মদ নাঈম উদ্দিন চৌধুরী, হাসনাবাদ, জুড়ী, মৌলভীবাজার; জোবায়ের হোসেন, দামইল, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ; মাজিদুল ইবনে ছলেমান, ছোটখাতা বহুমুখী ফাজিল মাদরাসা, ডিমলা, নীলফামারী; সাজ্জাদ হোসেন চৌধুরী; পূর্ব জুরাইন, ঢাকা; সাকিব জামান, গোবিন্দপুর শ্যামনগর, সাতক্ষীরা; ফিরোজ আলম, টুমচর, সদর, লক্ষ্মীপুর; শাহাবুদ্দীন, কচুয়া চাঁদপুর; মুহাম্মদ ইদ্রিস আবদুল্লাহ, চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম; মুক্তাদ্বীরুল মোমেন জিম, পবহাটি, ঝিনাইদহ; তোফাজ্জল হোসেন, চন্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ; মিশকাতুল জান্নাত মিশু, পূর্ব কলাউজান, কানুরাম বাজার, লোহাগাড়া, চট্টগ্রাম; মাহীদ ইমরান, আমতলী ইসলামিয়া, কামিল মাদ্রাসা, মোরেলগঞ্জ; বাগেরহাট; আবদুল্লাহ, কলারোয়া, সাতক্ষীরা; জসিম উদ্দীন, সাগরইল, আক্কেলপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ; রাকিব হাসান, বাঘারপাড়া, যশোর; আব্দুর রহিম রনি, বৈঁচিতলা, মহেশপুর, ঝিনাইদহ; সুমাইয়া সিদ্দিকা, দেওয়ানবাটি, বাগেরহাট; তোফাজ্জল হোসেন, চন্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ; সাজ্জাদ হোসেন চৌধুরী, পূর্ব জুরাইন, ঢাকা; সেলিম মিয়া, ভিটিপাড়া, কাপাসিয়া, গাজীপুর। হ

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ