অনুশীলন

অনুশীলন

অনুশীলন ডিসেম্বর ২০১৭

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটির কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে।
আল্লাহ হাফিজ
তোমাদেরই পরিচালক ভাইয়া

ডিসেম্বর, ২০১৭ মাসের ছড়া
“আমার ভাষা বাংলা ভাষা
রক্ত দিয়ে কেনা
তাইতো বাংলা বিশ্ব মাঝে
এতো বেশি চেনা।”

অক্টোবর, ২০১৭ মাসের ছড়া

‘নাফ নদী লালে লাল
রোহিঙ্গাদের লাশে,
আজও যারা বেঁচে আছে
দাঁড়াই তাদের পাশে।’

মারছে মানুষ পাষন্ডরা
বাড়ছে লাশের সারি,
নির্যাতিতের আহাজারি
করছে বাতাস ভারী।

তাদের প্রতি নিষ্ঠুরতা
যায় না বলা ভাষায়,
হাত দুটো বাড়িয়ে আছে
সহায়তার আশায়।

উম্মে হাবিবা সামিয়া
কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ

আরো যাদের লেখা
ভালো লেগেছে

দাইয়ান আহমেদ দিদার, কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ; মতিউর মিয়াজি, নোয়াখালী; আমিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা; মাহমুদুল হাসান, ধামতী কামিল মাদরাসা, কুমিল্লা; আবদুল কাদের, মুরাদনগর, মধ্যপাড়া, কুমিল্লা; এম এস হুসাইন, জিরাব, সাভার, ঢাকা; চৌধুরী আয়মন বিনতে আজিজ, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চবিদ্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম; মুরাদ খান মনির, ঢাকা কলেজ, ঢাকা।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ