অনুশীলন

অনুশীলন

অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৪

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম।

আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে। আল্লাহ হাফিজ।

তোমাদেরই পরিচালক ভাইয়া

জানুয়ারি, ২০২৪ মাসের ছড়া

“যতদূর চোখ যায়

ফসলের ঘ্রাণ

দু’চোখ জুড়িয়ে যায়

ভরে মনপ্রাণ।”


অক্টোবর, ২০২৩ মাসের ছড়া

“ভাবতে পারো আঁধার রাত 

আর কতোটা থাকবে?

আলোর শিখা তোমরা হলে

আঁধার তবে ভাগবে।”


ভাগবে আঁধার কাঁপবে ভয়ে

আঁধার পথের দস্যু, 

আলোর পথ খুজবে তারাও

ধরবে ন্যায়ের রজ্জু। 


হোক না আঁধার ঘন যতই

সাহস রাখো তোমরা,

একটু আলো জ্বাললে তবে

ছুটবে আলোর ভোমরা।


মোহাম্মদ ইয়াছিন

সবুজবীথি, খালিশা, নীলফামারী



আরো যাদের লেখা

ভালো হয়েছে-


আমিনুল ইসলাম কাইয়ুম, কামালপ্রতাপ জমিদারবাড়ি, নড়াইল; ওবাইদুল হক, লোহাগাড়া, চট্টগ্রাম; আব্দুল মুমিন, উল্টর হাড়োয়া, নীলফামারী; আবদুল হালিম মিয়াজী, মাইজদী, সদর, নোয়াখালী; মুহাম্মদ কেষ সজীবুল ইসলাম,

চট্টগ্রাম জিপিও, চট্টগ্রাম; শরিফুল ইসলাম, ফার্মগেট, ঢাকা; আবু সাঈদ, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; ফেরদৌস আল মাহমুদ শাওন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও; আব্দুর রাজ্জাক ইয়াছিন, রাজনগর সদর, মৌলভীবাজার; তানিয়া তাসনীম, নন্দীগ্রাম, বগুড়া; আদনান আল হাছান নাহিয়ান, মুন্সিপাড়া, বন্দর, চট্টগ্রাম; জান্নাতুল বাকি, গৌরীপুর, ময়মনসিংহ; মো: রাকিবুল ইসলাম, পাবনা সদর, পাবনা; টি এইচ মাহির, চান্দগাঁও, চট্টগ্রাম; সাজ্জাদ হোসাইন, শেরেবাংলা নগর, ঢাকা; মোহাম্মদ হাসান, চরগনেশ, সোনাগাজী, ফেনী; মুহাম্মদ শেখ মূসা, যাত্রাবাড়ী, ঢাকা; আব্দুল মমিন নাইস, উত্তর হাড়োয়া, সদর, নীলফামারী; আরিফুর রহমান আদিব, সদর, নরসিংদী।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ