অনুশীলন

অনুশীলন

অনুশীলন জানুয়ারি ২০১৮

জানুয়ারি ২০১৮ মাসের ছড়া

“স্বাধীনতার মানে হলো
মুক্ত পাখির হাসি
আমার প্রিয় দেশটাকে
দারুণ ভালোবাসি।”

নভেম্বর ২০১৭ মাসের ছড়া

“কিশোর মেলা নতুন মেলা
তোমরা চাঁদের হাট,
তোমরাই যেন পদ্মপুকুর
কিংবা দীঘির ঘাট।”

যদিও তোমরা এখন
শিশু-কিশোর বালক,
তোমরাই হবে একদিন
ভবিষ্যতের চালক।
তোমরাই হলে এই দেশের
আশার ভবিষ্যৎ,
সবার দিকে চেয়ে আছে
আলোর ছায়াপথ।

অবিক আশরাফ স্বনন
আলহেরা একাডেমি, বেড়া, পাবনাঅনুশীলন

আরো যাদের লেখা
ভালো হয়েছে

ইমাম হোসেন দিদার, পি সি কলেজ ক্রসিং রোড, বাগেরহাট; রোজিনা আক্তার, সাতকানিয়া, চট্টগ্রাম; মুহা. ইসলামুল হক তুষার, জলদী, বাঁশখালী, চট্টগ্রাম; তৈয়বুর রহমান, বড়াইল, মোহনপুর, রাজশাহী; নাফিস উদ্দিন ফুয়াদ, ঈশ্বরদী, পাবনা; সাবিকুন নাহার, চুকনগর, ডুমুরিয়া, খুলনা; গোলাম কিবরিয়া, পদুয়া; সাদিয়া সুলতানা, চুকনগর, ডুমুরিয়া, খুলনা; মো: আবুল বাশার, শৈলজানী আলিম মাদরাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ; মুন্তাসির আহমাদ মুয়াজ, ১৯/এ, আলিয়া মাদরাসা রোড বাইলেন, কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ