অনুশীলন

অনুশীলন

অনুশীলন জুলাই ২০১৭

জুলাই, ২০১৭ মাসের ছড়া
“বর্ষার পর শরৎ আসে
শিশির ঝরে দূর্বাঘাসে
শরৎ এলে চারিপাশে
সকল কিছুই হাসে।”

মে, ২০১৭ মাসের ছড়া
“যাই দেখি তাই ভালো
কি যে সুন্দর ধরা,
কে বানাল এমন করে
সবুজ বসুন্ধরা।”

সৃষ্টি তার অপরূপ
শ্যামলিমায় ভরা,
নিখুঁত হাতে গড়েছেন
সবুজ বসুন্ধরা।
সবটাই তাঁর গড়া
ভাবি সবে আজ,
কত নিখুঁত এই ধরা
অবাক কারুকাজ।
মাসুম বিল্লাহ
শান্তিবাগ, ভায়না, মাগুরা

আরো যাদের লেখা
ভালো হয়েছে

সাইদুল ইসলাম, বিজিবি ক্যাম্প, কক্সবাজার; হোসাইন আনোয়ার, মিরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা; মুন্তাসির আহমাদ মুয়াজ, ভাটিকাশর, সদর, ময়মনসিংহ; মঞ্জুর মোর্শেদ রুমন, ধুলিয়া চকবস্তা, ফুলগাজী, ফেনী; মুহাম্মদ ইসলামুল হক তুষার, বাঁশখালী, চট্টগ্রাম; হাসিব মাহমুদ মোশারফ, হাজিরহাট, রংপুর; দেলোয়ার হোসেন, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম; মাজিদুল ইসলাম, ডালিয়া, ডিমলা, নীলফামারী; মোহাম্মদ আল জোবায়ের, অম্বরপুর, চান্দিনা, কুমিল্লা; খন্দকার উমর হাসান আবদুল্লাহ, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ