অনুশীলন- মে ২০১৯

অনুশীলন- মে ২০১৯

অনুশীলন মে ২০১৯

প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ। তোমাদেরই পরিচালক ভাইয়া।

মে ২০১৯ মাসের ছড়া “ন্যায়ের পথে থাকো যদি পাবে অনেক সুখ চারিপাশে দেখতে পাবে বহু আপন মুখ।”

মার্চ ২০১৯ মাসের ছড়া “ঘাম ঝরে দর দর গরমের ভাপ মাঠ ঘাট থর থর টগবগে তাপ।”

খা খা রোদ্দুরে জলশূন্য কলটা ঐ দেখ নড়ে চড়ে গ্রীষ্মের ফলটা।

কিশোরের দলবল ঐ দিলো ছুট ঝড় ঝড় বৈশাখী ঐ রাঙায় ঠোঁট।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কোলা ব্যাঙের গান গ্রীষ্মের ফলমূল খোদার সেরা দান।

আনোয়ার সুফিয়ান কাচিঝুলি, ময়মনসিংহ

আরো যাদের লেখা ভালো হয়েছে হাবিবুর রহমান, ঘাড়ি পাড়া, আকন্দ পাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর; জাবির আহম্মেদ জিহাদ, চিনাডুলী, ইসলামপুর, জামালপুর; মঞ্জুর মোর্শেদ রুমন, মুন্সীরহাট, ফুলগাজী, ফেনী; মাহমুদুল হাসান খোকন, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, রংপুর; মিল্লাত মাহমুদ, সলিমগড় বাজার, মোরেলগঞ্জ, বাগেরহাট; আবু উবাইদা আদিল, দক্ষিণ হরিণা, আধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম; আমিনুর রহমান, ডুমুরশিয়া, চরশেলামতপুর, মহম্মদপুর, মাগুরা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ