অনুশীলন- মার্চ ২০১৯

অনুশীলন- মার্চ ২০১৯

অনুশীলন মার্চ ২০১৯

অনুশীলনপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ তোমাদেরই পরিচালক ভাইয়া

মার্চ ২০১৯ মাসের ছড়া “ঘাম ঝরে দর দর গরমের ভাপ মাঠ ঘাট থর থর টগবগে তাপ।” জানুয়ারি ২০১৯ মাসের ছড়া ‘স্বাধীনতার জন্য দেখো রক্ত দিলাম কত, রক্তে রক্তে লাল হয়েছে দেশের নদী যত!’ বীর বাঙালির রক্ত স্রোতে স্বাধীনতা আসে, জীবন দিয়ে বীর বাঙালি স্বাধীন হয়ে হাসে। স্বাধীনতার স্বপ্ন সেতো সবার মনে প্রাণে, রক্ত দিয়ে বেঁচে আছে স্বাধীনতার ঘ্রাণে।

মোঃ জাহাঙ্গীর আলম ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম

আরো যাদের লেখা ভালো হয়েছে মঞ্জুর মোর্শেদ রুমন, চশবস্তা, মুন্সীর হাট, ফুলগাজী, ফেনী; খাদিজা তুল কোবরা উমামা, খোকশাবাড়ি, এনায়েতপুর, সিরাজগঞ্জ; মাহমুদুল হাসান খোকন, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; জাকারিয়া আল হোসাইন, ছোটখাতা, ডালিয়া, নীলফামারী; আবু দাউদ মু. ফুয়াদ, লোহাগাড়া, চট্টগ্রাম; হাসিব মোশারফ, কারমাইকেল কলেজ, রংপুর; আমিনুল ইসলাম, খুলনা; আমিনুল ইসলাম কাইয়ুম, নড়াইল; মাহমুদুর রহমান, সোনাডাঙ্গা, খুলনা; মুশফিকুর মুনতাসিম, দেউলিয়া, ক্ষেতলাল, জয়পুরহাট।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ