অনুশীলন - ডিসেম্বর ২০১৮

অনুশীলন - ডিসেম্বর ২০১৮

অনুশীলন ডিসেম্বর ২০১৮

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরো বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে।
আল্লাহ হাফিজ 
তোমাদেরই পরিচালক ভাইয়া

ডিসেম্বর, ২০১৮ মাসের ছড়া
“ফেব্রুয়ারির একুশ তারিখ
মাতৃভাষার দিন
দিনটির মাঝে রয়েই গেছে
রক্ত মাখা ঋণ!”

অক্টোবর, ২০১৮ মাসের ছড়া
“আমার বিজয় আকাশছোঁয়া
আমার বিজয় দেশ
দেশটা আমার বিশ্ব মাঝে
দাঁড়িয়ে আছে বেশ।”

আমার বিজয় আনতে গেছে
লাখো বীরের প্রাণ,
বাংলাদেশটা পাওয়ার ফলে
পেলাম সুখের ঘ্রাণ।

আমার বিজয় মনের আশা
মায়ের মুখের হাসি,
তাইতো আমি বিজয় গান
গাইতে ভালোবাসি।

জাহাঙ্গীর আলম
ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম

আরো যাদের লেখা
ভালো হয়েছে

খাদিজাতুল কোবরা উমামা, খোকশাবাড়ি, এনায়েতপুর, সিরাজগঞ্জ; মো: আকবর আলী, বানিয়াচং, হবিগঞ্জ; ইশমাম কবির, মির্জাখীল, সাতকানিয়া, চট্টগ্রাম; তাসমিয়াহ্ বিনতে শরীফ, মীরাবাজার, সিলেট; রেজাউল রেজা, দক্ষিণ কাকড়া, কাকড়া বাজার, ডিমলা, নীলফামারী; মাহমুদুল হাসান খোকন, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; শাজাহান কবীর শান্ত, সুলমান মৃধা, চাতরা, মৌতলা, কালিগঞ্জ, সাতক্ষীরা; মামুন হাবিব, কুষ্টিয়া।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ