ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে অক্টোবর ২০১৩

সুমাইয়া জাহান
চৌদ্দগ্রাম, কুমিল্লা
হ্যাঁ, কাগজের এক পৃষ্ঠায় মার্জিন রেখে লিখতে হবে।

মুহাম্মাদ মুসা রায়হান
মুহাম্মদপুর, ঢাকা
তোমার প্রশ্নটি অপ্রাসঙ্গিক। কিশোরকণ্ঠ কিংবা লেখালেখি সম্পর্কে প্রশ্ন করবে।

ইসমাইল হোসেন আদর
সেনবাগ, নোয়াখালী
না, এগুলো বিভাগের পরিচালকগণই ঠিক করেন।

আছিয়া খাতুন
কোটচাঁদপুর, ঝিনাইদহ
তুমি আরও কিছু ভালো লেখা পাঠাও।

শাহিনুর রহমান সাহেব
শ্যামনগর, সাতক্ষীরা
এই তো তোমাকে গ্রহণ করলাম। এবার অভিমান ভাঙলো তো! লেখা পাঠাও।

তরিকুল ইসলাম শান্ত
হাতিয়া, নোয়াখালী
সকল লেখায় ঠিকানা ছাপানো সম্ভব নয়। সেটা বেমানানও বটে।

মো: সাইফুল ইসলাম
ঝিকরগাছা, যশোর
তোমার কাগজ তো ঠিকই আছে। হ্যাঁ, একই খামে কয়েকজন লেখা পাঠাতে পারো। তবে প্রত্যেকের নাম-ঠিকানা ও বিভাগের নাম উল্লেখ যেন থাকে।



মিরাজ হোসেন
চরফ্যাশন, ভোলা
তুমি সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ করে সংখ্যাগুলো সংগ্রহ করতে পার।

তানভীরুল ইসলাম ফাহিম
চকবাজার, চট্টগ্রাম
একটু অপেক্ষা করে দেখ! ছবিটি আমাদের দপ্তরে পৌঁছেছে কিনা সেটাও তো দেখতে হবে।

আর.আই. বাদশাহ রাজ দুখু
চাকলাহাট, পঞ্চগড়
তোমার লেখা পেয়েছি বলেইতো ‘ঝাঁপিতে’ তুলে নিলাম। আরও লেখা পাঠাও।

শাহান শাহ আলমগীর
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
কিশোরকণ্ঠের পাঠক বৃদ্ধির জন্য তোমাকে ধন্যবাদ। চেষ্টা অব্যাহত রাখো।

মো: নাঈম উর রশিদ
শৈলকূপা, ঝিনাইদহ
তোমার দাবি পূরণের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

মো: আব্দুল্লাহ আল মারুফ
চাঁপাইনবাবগঞ্জ
কিশোরকণ্ঠ এখন অনলাইনে পড়তে পারো! সুতরাং সিডির প্রয়োজন কী?

মো: সেলিম মিয়া
কাপাসিয়া, গাজীপুর
তুমি বিভিন্ন বিভাগে নিয়মিত লেখা পাঠাতে থাকো।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ