
স্বপ্ন দেখি
ছড়া-কবিতা মোশাররফ হোসেন খান মে ২০২৩
জগৎ জুড়ে ছড়িয়ে আছে স্বপ্ন হাজারো
স্বপ্ন দেখার স্বাধীনতা আছে আমারও।
স্বপ্ন দেখা অনেক মজা স্বপ্ন আনে সুখ
হাজার তারা স্বপ্ন এনে ভরিয়ে দেয় বুক।
স্বপ্ন ভাসে মেঘের চোখে চাঁদের পিঠে ভাসে
স্বপ্নগুলো পালক নেড়ে সকলখানে হাসে।
সাগর নদী নীল আকাশে আছে স্বপ্ন ভরা
শিখতে হয় কেমন করে স্বপ্ন যায় ধরা।
স্বপ্নের সাথে বসত করি স্বপ্নের সাথে চলি
শত স্বপ্ন দেয় যে দোলা, কয়টা আর বলি?
স্বপ্ন দেখি দিনের বেলা, ঘুমের মাঝে নয়
চাষীর মতো স্বপ্নগুলো করতে থাকি জয়।
আমার কাছে স্বপ্ন মানে ঘুরিয়ে দেওয়া চাকা
আলোর সাথে ভালোর সাথে সকল সময় থাকা।
পাল্টে দেবার স্বপ্ন দেখি কালের স্রোতধারা
এমন স্বপ্ন দেখতে পারো সাহস রাখো যারা।
আরও পড়ুন...