
নানান ফলের দেশে
ছড়া-কবিতা আবদুল ওহাব আজাদ মে ২০২৩
আম কাঁঠালে ভেসে
উঠলো জারুল হেসে
নানান ফলের বেশে
জ্যৈষ্ঠ এলো দেশে।
লিচুর তাই ঠোঁটটি লাল
মধুর রসে তাল মাতাল
কালো জামে রঙিন মুখ
মুখ রাঙাতে অনেক সুখ
বেতফল আর এ্যাশফল
লোভে ঠোঁটে আসে জল।
রসের সাগর তালের শাঁস
আহা কী সুন্দর মধু মাস!
আরও পড়ুন...