
ঝাঁপি থেকে
ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক মে ২০২৩
অনুশীলনে কবিতা পাঠাবো কি?
- হ্যাঁ, পাঠাতে পারো।
ইনজামাম
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
বিশ্বের বিভিন্ন মসজিদের ঐতিহ্য তুলে ধরে মসজিদ পরিচিতি নামক একটি বিভাগ খুললে ভালো হয়।
- ইতঃপূর্বে অনেক মসজিদ নিয়ে লেখা হয়েছে। আরও হবে ইনশাআল্লাহ।
নাজমুস সাকিব নাবিল
গোবিন্দগঞ্জ ছাতক, সুনামগঞ্জ
কিশোরকণ্ঠের গল্পসংখ্যা বাড়ালে অনেক ভালো হতো এবং বলতে পারো ও শব্দধাঁধা পুরস্কারের সংখ্যা ৮-১০ জন করলে সুন্দর হতো।
- ভালো পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
শাওন সরকার সাজিদ
জুম্মাপাড়া, সদর, রংপুর
আমি গত জুন ২০২২ সংখ্যা থেকে বলতে পারো এবং শব্দধাঁধার উত্তর পাঠাচ্ছি। প্রতিবার উত্তর সঠিক হচ্ছে কিন্তু পুরস্কার পাচ্ছি না। পুরস্কার না পাওয়ার কারণ কী?
- এ বিষয়ে খোঁজ নেওয়া হবে ইনশাআল্লাহ।
মারুফ হুসাইন
রানীশংকৈল, ঠাকুরগাঁও
আরও পড়ুন...