Home ছড়া-কবিতা আমাদের মাতৃভাষা -এইচ এম কাওছার হোসাইন

আমাদের মাতৃভাষা -এইচ এম কাওছার হোসাইন

বাংলা আমার মায়ের ভাষা
রক্ত দিয়ে কেনা,
সবুজ শ্যামল ছায়া সুনিবিড়
আপন ঠিকানা।

বাংলা আমার প্রাণের ভাষা
জীবন দিয়ে জয়,
স্বাধীন দেশের মাতৃভাষা
বাংলা মধু ময়।

বাংলা মোদের শ্রুতি-মধুর
সহজ সরল ভাষা,
বাংলা ভাষায় খুঁজে পাই
সকল ভালোবাসা।

বাংলা ভাষার মুক্তির তরে
এদিন ঝরেছে খুন,
অমর হোক বাংলা ভাষার
অমর ৮ই ফাল্গুন।

SHARE

Leave a Reply