বাংলা আমার মায়ের ভাষা
রক্ত দিয়ে কেনা,
সবুজ শ্যামল ছায়া সুনিবিড়
আপন ঠিকানা।
বাংলা আমার প্রাণের ভাষা
জীবন দিয়ে জয়,
স্বাধীন দেশের মাতৃভাষা
বাংলা মধু ময়।
বাংলা মোদের শ্রুতি-মধুর
সহজ সরল ভাষা,
বাংলা ভাষায় খুঁজে পাই
সকল ভালোবাসা।
বাংলা ভাষার মুক্তির তরে
এদিন ঝরেছে খুন,
অমর হোক বাংলা ভাষার
অমর ৮ই ফাল্গুন।