Home নিয়মিত বলতে পারো বলতে পারো

বলতে পারো

নভেম্বর ২০২২ সংখ্যার সঠিক উত্তর
১. সূরা মারইয়াম : ৪৭ ২. অধ্যাপক রামকৃষ্ণ রাও ৩. জে কে রাওলিং ৪. ২০০৫ সাল ৫. সততার পুরস্কার ৬. আসাদ বিন হাফিজ, নবী এলেন দুনিয়ায়, ৭. ৪৫০ ৮. ভিটামিন -বি১ ৯. হেনরি ফোর্ড ১০. সূরা আল হিজর : ৯৪

ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যার প্রশ্ন
১. “সফল তো হবে সে, যে নিজেকে পবিত্র রাখে এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।” কোন সূরার কত নম্বর আয়াত?
২. আনোয়ার ইবরাহিম মালয়েশিয়ার কততম প্রধানমন্ত্রী?
৩. টেলিস্কোপ তৈরিতে খরচ হয়েছে কত ডলার?
৪. প্রাণিবিজ্ঞানীদের মতে উপমহাদেশের কতটি প্রজাতির পাখি আছে?
৫. বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বে পানিতে ডুবে মারা যাওয়া মানুষের সংখ্যা কত?
৬. আল্লাহ আমার সৃষ্টির কত বছর পূর্বে তাওরাত লিখে রেখেছিলেন তুমি কি জানো? মূসা (আ) বললেন, চল্লিশ বছর পূর্বে। তখন আদম (আ) বললেন- তুমি কি তাওরাতে এ কথা পাওনি- “আদম তাঁর প্রতিপালকের নাফরমানি করেছে এবং পথভ্রষ্ট হয়েছে?” মূসা (আ) বললেন- হ্যাঁ, পেয়েছি! আদম (আ) বললেন- তাহলে, তুমি আমাকে এমন কাজের জন্য তিরস্কার করছ কেন, যা আমার সৃষ্টিরও চল্লিশ বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছিলেন? রাসূল (সা) বললেন- মূসা (আ)-কে পরাজিত করে আদম (আ) জয়ী হলেন! কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
৭. এই শীতে নেই তার গরমের বস্ত্র, ঠক ঠক কাঁপে দেহ, শীতে সে ত্রস্ত- উক্তিটি কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
৮. জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার প্রধানের নাম কী?
৯. ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি কতটি গোল করেছে এবং কোন দেশ?
১০. ভাপাপিঠা, চিতইপিঠা, কুলিপিঠা, পাটিসাপটা পিঠা, দুধ পিঠা, তেলের পিঠা, কুসলি পিঠা ইত্যাদি কোন কালের পিঠাপুলি?
(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে জানুয়ারি ২০২৩ সংখ্যায়)

নভেম্বর ২০২২ সংখ্যার সঠিক উত্তরদাতা
ঢাকা : আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল আসাদ, শাহরিয়ার হক শাহেদ, হাবিবুল্লাহ তানজিদ, উনাইসা, শাফাকুর রফিক, মিরাজ আহমেদ তৌফিক, কবির হোসেন কিয়াস, আব্দুল্লাহ আয়াম আহাস, মেহেদী হাসান, সিফাতাহুল জান্নাত, তাওফিকুর রহমান, তাসফিয়া বিনতে আলী, আব্দুল্লাহ আল মাহমুদ।
ময়মনসিংহ : মোস্তাকিম ইসলাম ফারদিন, মোস্তাফিজুর রহমান সাকিফ, মৌরিন জাহান, তাহমিনা আক্তার মীম, সাদিকুর রহমান নাঈম, নাইম হোসাইন।
টাঙ্গাইল : তানভীর হোসাইন, জাবির হোসাইন রাফি, শাহিদুর রহমান মুন্না, মাজহারুল ইসলাম, ইয়াদি হাসান ফাহিম, হাফেজ আবু জাফর সালেহ, জেসিকা তানজিন, তানভীর রহমান রাকিব, রিজওয়ান দেওয়ান, হাসান নাসরুল্লাহ দেওয়ান, ফাইরুজ লাবীবাহ, আরাফ আরেফিন কাব্য।
চাঁপাইনবাবগঞ্জ : লুৎফর রহমান রোকন, ইনজামামউল করিম, ফাহিম আফতাব, আব্দুল্লাহ আল মাহফুজ, সিফাতুল্লাহ।
সিরাজগঞ্জ: মো: রুহুল আমিন সরকার।
দিনাজপুর : জুলকার নাঈম তালহা, আবু সাইফ মোহাইমিন, শোয়াইব হাসান, ইমরুল কায়েম।
ফেনী : কামরুল হোসেন, মোহাম্মদ হাসান, কামরুল হাসান, জহিরুল ইসলাম সোহান, আবদুল খালেক ছাব্বির, মেহেরাজ হোসেন সালমান, মাহমুদুল হাসান, জাহেদুল ইসলাম, ইমাম হোসেন ওমর, ইমাম হোসেন জিয়া, তামিম ইকবাল জনী, নুর হাসান বাপ্পি, নুর আফসার, এনায়েত উল্লাহ, হামদান আল মাহমুদ, রাকিবুল হাসান, শাকিব আল হাসান সৈকত, শেখ নাজিমুল হক, মারুফ আজিজ, আশরাফ উদ্দিন হৃদয়, আব্দুল হামিদ ওয়াদি, শাহজালাল।
চট্টগ্রাম : সাজিদুল করিম, আব্দুল্লাহ, ইহতিশামুল ইসলাম নাফি, আসিবুল ইসলাম শোয়াইব, রাকিবুল হাসান, মুহিববুল্লাহ, ইশআতি মাশরুরা সোহা, আব্দুল্লাহ আল মামুন, আবদুল্লাহ, যোবাইর হোসাইন, মুস্তাফিজুর রহমান রাফি, মানসুরা শায়েকা, সুমাইয়া আজাদ আদিবা, ওয়াফিয়া নাওয়ার নুদরা, সুমাইয়া আক্তার ছামিরা, আব্দুল্লাহ আত তাহসীন, আইন উদ্দীন, মেহেদী হাসান ইমরান, উজাইর মারুফ, ইরফানুল করিম সাজ্জাদ।
ভোলা : ফারজানা, লামিয়া বেগম, আব্দুল্লাহিল মাবরুর লাবীব, আব্দুল্লাহিল মাসরুর লিসান।
নোয়াখালী : নরুল কবির, সিয়াম হোসেন অনিক, আবিদ হোসেন মামুন, মুন্তাসীর মাহমুদ আবীর, রাহাদ, হাসিবুর রহমান, শিহাব উদ্দিন।
কুমিল্লা : আবু সাঈদ, সামিয়া তাবাচ্ছুম, ফারহানা আক্তার, আবদুর রহমান সামিউন, সামিয়া সুলতানা সুরাইয়া, তামীম আনযার।
খুলনা : মিনহাজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল কাফি, আমিন উদ্দিন, তাজ ইসলাম, তাজু আফরিন, নাসির উদ্দীন, সৈয়দ রাকিব হাসান, আলী উসমান রিফাত।
যশোর : আবিদ হাসান জাবির, জাকির হোসেন, জান্নাতুল ফেরদাউস, ফয়সাল আহম্মেদ মুরাদ।
নওগাঁ : সাজ্জাদ হোসেন, আব্দুল মুক্তাদির নোমান, সাহেদুজ্জামান শাহির।
রংপুর : তাওহিদুল ইসলাম তাওহিদ, আবু রায়হান সাব্বির, শাওন সরকার সাজিদ।
সুনামগঞ্জ : শায়েব আহমদ তৌসিফ, সালমান হোসাইন সাইফ, সাকিফ হোসাইন সাদ।
বগুড়া : সামাহ সুমাইতা জলিল, রাইয়্যান আফরা, ছাবিত আহসান।
লক্ষ্মীপুর : মুয়াজ বিন তাহের, মুজাহিদ বিন তাহের, জুনাইদ বিন তাহের মুজাহিদ, আবদুল মোহাইমিন।
কুড়িগ্রাম : আশরাফুল আলম, আবু নাঈম রাফি, রায়হান কবির, কাজলি আক্তার সোহাগ।
পঞ্চগড় : আব্দুল মালেক সুমন, মোজাদ্দিতে জামান আবদুল্লাহ আল কাফি, সাজ্জাদ আল ফাহিম, ফাহি হোসেন, নাইম প্রধান।
অন্যান্য জেলাসমূহ : আব্দুর রাফি সিয়াম, মুন্সীগঞ্জ; যুবায়ের হোসেন, নাজমুস সাকিব নুহান, লালমনিরহাট; রফিক আহমেদ, চুয়াডাঙ্গা; জিসান উল ইসলাম, কুষ্টিয়া; ফারহান লাবিব, পটুয়াখালী; রেদওয়ানুল বারী রাহাত, জয়পুরহাট; তালহা সরকার, তানজিদ আকন্দ, নরসিংদী; সামিয়া আলম, ইমাম হোসেন পাভেল, মৌলভীবাজার; মাসুম, জামালপুর; আশরাফুল ইসলাম, গাইবান্ধা; হাবীব আদনান, রাজশাহী; উসরাত আফিফা সিলমী, নাফিজা আক্তার নোফ, সুরাইয়া আক্তার রাইসা, গাজীপুর; ওবায়েদ উল্লাহ, চাঁদপুর ফয়সাল আহমদ, কুমিল্লা; মারুফ হুসাইন, মো: লতিফুর রহমান, ঠাকুরগাঁও; হুসাইন, তাসনিম আলম, পাবনা; সাদ বিন মহি, শিহাব শেখ, নড়াইল; মৃদুল হাসান নিশাত, তাওহিদুল ইসলাম সিফাত, বরিশাল; তাসলিমা আক্তার মাহি, ইবনে আবিদ মিজবা, কক্সবাজার; জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শাহিনা মল্লিক, সাতক্ষীরা।

বলতে পারো: নভেম্বর ২০২২ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা
১. আরিফুল ইসলাম, কেরানীগঞ্জ, ঢাকা
২. মোস্তাকিম ইসলাম ফারদিন
পাগলা, ময়মনসিংহ
৩. তানভীর হোসাইন, সদর, টাঙ্গাইল
৪. লুৎফর রহমান রোকন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
৫. মো: রুহুল আমিন সরকার
সলঙ্গা, সিরাজগঞ্জ

SHARE

Leave a Reply