Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁপি থেকে ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে ঝাঁপি থেকে

ক্যারিয়ার গাইডলাইন বিভাগটি আবার চালু করলে ভালো হয়।
ওয়াহিদুল ইসলাম মুহিত
শেখ মোহাম্মদ পাড়া, কচুয়াই পটিয়া, চট্টগ্রাম
– এ মুহূর্তে সেটা সম্ভব নয় ভাইয়া।

যেকোনো আঁকা ছবি রংতুলি বিভাগে ই-মেইলে ছবি তুলে পাঠানো যাবে?
ইসমাঈল সাজিদ নিশান
৫ নং ব্রিজ সংলগ্ন, দক্ষিণ বাকলিয়া, চট্টগ্রাম
– হ্যাঁ, যাবে।

কিশোরকণ্ঠের প্রতি সংখ্যায় একটি করে কিশোর উপন্যাস প্রকাশ করলে অনেক ভালো হতো।
মো: সারোয়ার হোসেন
সাভার, ঢাকা
– হচ্ছেই তো। ভালো করে দেখো।

কিশোরকণ্ঠে ধারাবাহিকভাবে কিছু গোয়েন্দা কিংবা রহস্য উপন্যাস প্রকাশিত হোক।
এ ছাড়া কিশোরকণ্ঠের প্রচ্ছদের মান আরো ভালো হওয়া দরকার।
মাহরিব বিন মহসিন
প্রফেসর বাড়ি, রামপুর, সোনাইমুড়ী, নোয়াখালী
– গোয়েন্দা এবং রহস্য উপন্যাস তো ছাপা হচ্ছেই। প্রচ্ছদ আরও আকর্ষণীয় করার জন্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

‘তোমাদের গল্প’ বিভাগে লেখা কি ই-মেলে পাঠানো যাব? জানালে উপকৃত হতাম ভাইয়া।
জারিফ মুহাম্মদ সাঈদ
বরিশাল, বরগুনা, পাথরঘাটা
– যাবে।

SHARE

Leave a Reply