শিশির ঝরে ভোর বেলাতে
ফুলটা মাতে রূপ মেলাতে
কী অপরূপ ছবি,
কুয়াশা তার রঙ ছড়িয়ে
প্রকৃতিকে হিম করিয়ে
ডেকে আনে রবি।
বুড়া-বুড়ি শীতের তোড়ে
কাঁপছে ভীষণ শীতল ভোরে
খুঁজছে আগুন এতে,
দূরে কোথাও রসের হাঁড়ি
মায়ের ভাপা মজা ভারি
কাঁদছে খোকা খেতে।
নদীর জলে টান ধরেছে
মেঘ বেদনার ভান ধরেছে
পাখির দল গাইছে গীত,
ছোটো বড়ো সবার মুখে
কারো সুখে কারো দুঃখে
আসলো হেসে শীত।