বইয়ের মাঝে পাই যে খুঁজে
কত-শত মুখ,
বইয়ে খুঁজি ভালো খারাপ
সুখ কিংবা দুঃখ।
বইয়ের মাঝে আঁতকে ওঠা
অবাক চোখে চাওয়া,
বইয়ের মাঝে অশ্রু ঝরা
আনন্দটা পাওয়া।
বইয়ের মাঝে ব্যস্ত শহর
গ্রাম নদী মাঠ,
বইয়ের মাঝে পেলামরে ভাই,
মানুষ হবার পাঠ।
বইয়ের মাঝে পাই যে খুঁজে
কত-শত মুখ,
বইয়ে খুঁজি ভালো খারাপ
সুখ কিংবা দুঃখ।
বইয়ের মাঝে আঁতকে ওঠা
অবাক চোখে চাওয়া,
বইয়ের মাঝে অশ্রু ঝরা
আনন্দটা পাওয়া।
বইয়ের মাঝে ব্যস্ত শহর
গ্রাম নদী মাঠ,
বইয়ের মাঝে পেলামরে ভাই,
মানুষ হবার পাঠ।