Home নিয়মিত খোলা-ডাক খো লা ডা ক

খো লা ডা ক

ভালোবাসা ও অপেক্ষার নাম
কিশোরকণ্ঠ আমার কাছে একরকম আবেগ, টান, ভালোবাসা ও অপেক্ষার নাম। যে অপেক্ষা আমায় একটি মাস থেকে আরেক মাস মানে এক সংখ্যা থেকে আরেক সংখ্যা আসার প্রহর গুনা। সবচেয়ে বেশি প্রহর গুনাতো ‘দুর্গম পথের যাত্রী’ সিরিজ, যা আমায় চাতক পাখির মতো অপেক্ষা করাতো। এই কিছুদিন আগে পুরো ‘দুর্গম পথের যাত্রী’ বইটি কিনেছি। কিশোরকণ্ঠ আমার কাছে এক রকম মুক্ত হাসি, যা আমায় অমূল্য হাসি দিত। আমি যখন হাসির বাকসো থেকে জোকসগুলো পড়তাম। একের পর এক পড়তাম আর মুক্তভাবে হাসতাম। সবচেয়ে বেশি বিস্ময় জাগাতো কিশোর অভিযান গল্পগুলো। আর খুব শিখতাম দেশ-মহাদেশের অজানা থেকে। প্রতি সংখ্যায় নতুন নতুন দেশ সম্পর্কে লেখা থাকতো, যা আমায় খুব করে মুগ্ধ করতো। আর সবচেয়ে বেশি আবেগঘন বা মনছোঁয়া ছিল ছোট্ট ছোট্ট ছন্দ মিলানো কবিতাগুলো। অনেক আনন্দ পেতাম, মজা পেতাম এবং অনুপ্রেরণা নিতাম। এখন সেই অনুপ্রেরণার ওপর ভর করে নিজেও ঠুনকো কবিতা লেখা শিখে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে প্যাঁচ লাগতো শব্দধাঁধা মিলানোর সময়। প্রতিবারই ব্যর্থ হতাম, কিন্তু চেষ্টা করতাম। আগের সংখ্যার উত্তর মিলিয়ে দেখতাম কত্ত সহজ। তাই আবার চেষ্টা করতাম। সব থেকে বেশি শিখতাম কুরআনের আলো আর হাদিসের আলো পাঠ থেকে। সব কিছু মিলিয়ে কিশোরকণ্ঠ আমার এক অপেক্ষা, যে অপেক্ষা আমাকে নতুন কিছু শিখতে অস্থির করে রাখে। কিশোরকণ্ঠ আমার ভালোবাসা।
আকরাম হোসাইন মারজান
কানাইঘাট, সিলেট

ভালোবাসার নাম
বাংলাদেশের হাজার-হাজার লক্ষ-লক্ষ শিশু-কিশোরদের প্রিয় একটি পত্রিকা হলো কিশোরকণ্ঠ। এই পত্রিকা পড়ে প্রতি মাসে হাজার-হাজার শিশু-কিশোর উপকৃত হচ্ছে। প্রতি মাসে অনেক নতুন কিছু শিখছে। তাদের মধ্যে আমি একজন। আমি কিশোরকণ্ঠের নিয়মিত একজন পাঠক। আমি প্রতি মাসে কিশোরকণ্ঠ পড়ে অনেক নতুন কিছু শিখছি, যা আমার ব্যাবহারিক জীবনে অনেক কাজে লাগছে। তাই তো আমি এই পত্রিকাকে ‘ভালোবাসার নাম’ হিসেবে আমার মনে জায়গা দিয়েছি!
ইয়াজ উদ্দিন হাবিব
সুনামগঞ্জ

প্রথম পত্রিকা
নতুন যুগের নতুন হাওয়ায়
গাইছে কোকিল গান
এরই মাঝে খুঁজে পাই
কিশোরকণ্ঠের মান!
আলহামদুলিল্লাহ। কিশোরকণ্ঠের প্রতি ভালোবাসা প্রতিনিয়ত নতুন করে তৈরি হয়। আমি ২০১৮ সাল থেকে কিশোরকণ্ঠ পড়া শুরু করেছিলাম। তখন থেকেই ধীরে ধীরে বই পড়ার অভ্যাসটা আরো বেড়ে গিয়েছে। কিশোরকণ্ঠ আমার জীবনের প্রথম পত্রিকা যেটি আমার নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। আমার লেখার ক্ষেত্রে কিশোরকণ্ঠ অনুপ্রেরণা হিসেবে কাজ করে। কিশোরকণ্ঠের প্রতি অবিরাম ভালোবাসা ও দোয়া রইলো।
তাসনিম বিনতে এনায়েত
সদর দক্ষিণ, কুমিল্লা

SHARE

Leave a Reply