Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁ পি থে কে

ঝাঁ পি থে কে

কিশোরকণ্ঠের প্রতি সংখ্যায় নবী রাসূল বা সাহাবিদের জীবনী নামে একটা বিভাগ চালু করলে ভালো হতো।
তানিয়া আক্তার, চৌদ্দগ্রাম, কুমিল্লা
– এ ধরনের লেখা ছাপা হয় তো।

কিশোরকণ্ঠে ‘জানা অজানা তথ্য’ নামে একটা সেকশন খুললে ভালো হয়।
আসাদুল্লাহ হিল গালিব, পাঠানবাড়ী, ফেনী
– বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার সমাধান যাদের সঠিক হয়েছে তাদের নাম যদি শব্দধাঁধা-বলতে পারো এর মতো বিজয়ীদের নামের সাথে প্রকাশ করা হয় তাহলে ভালো হবে।
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর, জামালপুর
– এটা এ মুহূর্তে সম্ভব নয়।

কিশোরকণ্ঠে প্রতি মাসে মোটিভেট করার মতো কিছু গল্প সংযোজন করার অনুরোধ জানাচ্ছি।
আরিফাত হাসান রিয়াদ, পঞ্চগড় সদর পঞ্চগড়
– কিশোরকণ্ঠে প্রকাশিত গল্পগুলো ভালো করে পড়লে বুঝতে পারবে তেমন গল্পই ছাপা হয়।

SHARE

Leave a Reply