কিশোরকণ্ঠের প্রতি সংখ্যায় নবী রাসূল বা সাহাবিদের জীবনী নামে একটা বিভাগ চালু করলে ভালো হতো।
তানিয়া আক্তার, চৌদ্দগ্রাম, কুমিল্লা
– এ ধরনের লেখা ছাপা হয় তো।
কিশোরকণ্ঠে ‘জানা অজানা তথ্য’ নামে একটা সেকশন খুললে ভালো হয়।
আসাদুল্লাহ হিল গালিব, পাঠানবাড়ী, ফেনী
– বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার সমাধান যাদের সঠিক হয়েছে তাদের নাম যদি শব্দধাঁধা-বলতে পারো এর মতো বিজয়ীদের নামের সাথে প্রকাশ করা হয় তাহলে ভালো হবে।
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর, জামালপুর
– এটা এ মুহূর্তে সম্ভব নয়।
কিশোরকণ্ঠে প্রতি মাসে মোটিভেট করার মতো কিছু গল্প সংযোজন করার অনুরোধ জানাচ্ছি।
আরিফাত হাসান রিয়াদ, পঞ্চগড় সদর পঞ্চগড়
– কিশোরকণ্ঠে প্রকাশিত গল্পগুলো ভালো করে পড়লে বুঝতে পারবে তেমন গল্পই ছাপা হয়।