Home জীবনটাকে গড়ব সুন্দর মন স্রষ্টার সেরা দান -ড. আহসান হাবীব ইমরোজ

সুন্দর মন স্রষ্টার সেরা দান -ড. আহসান হাবীব ইমরোজ

কিশোরকণ্ঠের দামাল কিশোর বন্ধুরা তোমরা কেমন আছ? তোমাদের জানাই আসসালাম এবং শুভ নববর্ষ! মহাকালের আবর্তে এটি নতুন বছরের প্রথম মাস। ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী লিলিয়াস কর্তৃক ১৫৮২ সাল থেকে চালু হওয়া গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এটি ২০২৩ সাল। পৃথিবী সূর্যকে একবার আবর্তন করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মি. ৪৬ সেকেন্ড। তাই প্রতি চার বছরে লিপইয়ারের ফর্মুলায় ২০২৩ সাল হচ্ছে ৩৬৫ দিনে।
মহান প্রভুর কাছে প্রার্থনা তার পরম পরিকল্পনায় ও রহমতে এ বছরটির ১২টি মাস, ৫২ সপ্তাহ, ৩৬৫ দিন, ৮,৭৬০ ঘণ্টা, ৫,২৫,৬০০ মিনিট এবং ৩,১৫,৩৬,০০০টি সেকেন্ড যেন সকল সত্য-সুন্দরের পথিকদের, তাদের চিন্তাক্লিষ্ট পরিবারের, মজলুম দেশবাসীর, নিপীড়িত বিশ্ববাসীর এমনকি প্রতিটি মাখলুকের ভালোভাবে কাটুক। আমিন।
গত দু’ মাসে হয়ে গেল দুটি বিশ্বযুদ্ধ! তোমরা নিশ্চয়ই বলবে, আরে মাথা খারাপ কই টের পেলাম নাতো।
আসলে হলো কি, এগুলো ছিলো বুদ্ধি, পরিশ্রম, ধৈর্য এবং কৌশলের লড়াই। এক কথায় সুন্দর, শক্তিশালী বনাম অসুন্দর, ধ্বংসকামী মনের লড়াই।

প্রথম লড়াই হচ্ছে,
প্রিজনার থেকে প্রাইম মিনিস্টার
আনোয়ার ইবরাহিম মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একজন ব্যক্তির জন্য এটি ইতিহাসে একটি অবিশ্বাস্য প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যিনি ৯০-এর দশকের উন্নয়নের সর্বোচ্চ সাফল্যের বছরগুলোতে দেশটির অন্যতম চালক থাকার পরও বানোয়াট অভিযোগে তাকে হঠাৎ বরখাস্ত এবং কারাগারে পাঠানো হয়। আরো মর্মান্তিক সেই কারাগারে থাকা অবস্থাতেই তার শ্রদ্ধেয় আব্বা এবং অবশেষে ¯েœহময়ী আম্মাও ইন্তেকাল করেন। অবশেষে ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ কুয়ালালামপুরের রাজপ্রাসাদে বাদশাহ সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের সামনে শপথ নেন ২৪ নভেম্বর, ২০২২ বিকেল ৫ ঘটিকায়।
মজার একটি হিসাব বলছি, গত ২৪ বছরের সংগ্রাম শেষে গত নভেম্বরের ২৪ তারিখ এবং ১১ বছরের জেলে থাকার প্রতীক হিসেবে বছরের ১১তম মাস নভেম্বরে অবশেষে আনোয়ার আকাশচুম্বী ধৈর্য, বুদ্ধিমত্তা ও পরিশ্রমে একজন প্রিজনার থেকে প্রাইম মিনিস্টার হলেন।

হিরো থেকে জিরো
ওই দিকে দুই টার্মে মালয়েশিয়াতে সর্ব দীর্ঘসময় ২৪ বছর ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। ৫৩ বছর পর এবারের নির্বাচনে এটি তার প্রথম হার এমনকি তার জামানতও বাজেয়াপ্ত হয়। তিনি ৫ জন প্রার্থীর ভেতর চতুর্থ হয়ে অসহায় অবস্থায় বিদায় নিলেন। ব্যক্তির প্রতি বিদ্বেষ তাকে হিরো থেকে জিরোর স্তরে নিয়ে আসে। মালয়েশিয়ার উন্নয়নের ইতিহাসে মাহাথির অবশ্যই উচ্চকিত থাকবেন। কিন্তু তিনি পেট্রোনাস টুইন টাওয়ার তৈরি করেছেন কিন্তু টুইন লিডারশিপ তৈরি করতে পারেননি। সাইবারজায়া-পুত্রজায়া তৈরি করেছেন কিন্তু পুত্রসম আনোয়ারকে সামান্যতম জায়গা দিতে পারেননি।
দ্বিতীয় লড়াইটি হচ্ছে
ফুটবল বিশ্বকাপ-২০২২
ফুটবলের উৎপত্তি ৪৭৬ সালে ধরা হয়। চীনারা গেমটি আবিষ্কার করে এটিকে কুজু নামে অভিহিত করেছিল। আধুনিক বিশ্বকাপ ফুটবল খেলার সূচনা ১৯৩০ সালে। বিশ্ব ক্রীড়াজগতে এটি সবচেয়ে বড় মেগা-ইভেন্ট। ২০০টিরও বেশি দেশ বছরব্যাপী অনুষ্ঠিত কোয়লিফায়ারে খেলে যার মাধ্যমে ৩২টি দল ইভেন্টে জায়গা করে নেয়।
আর বিশ্বকাপ হলো একটি সোনার ট্রফি যা ফিফা বিশ্বকাপ অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের দেওয়া হয়। ১৯৩০ সালে বিশ্বকাপের আবির্ভাবের পর থেকে, দুটি ট্রফি ব্যবহার করা হয়েছে: ১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত জুলস রিমেট ট্রফি এবং ১৯৭৪ থেকে বর্তমান দিন পর্যন্ত ফিফা বিশ্বকাপ ট্রফি। এটি ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রফি, যার মূল্য ২০ মিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ২০৫ কোটি টাকা। ট্রফিটির ওজন ৬.১ কিলোগ্রাম এবং ১৪.৫ ইঞ্চি লম্বা। এটিতে দেখা যায় যে দুটি মানব পৃথিবীতে উত্তোলন করছে।
কয়েকটি মজার তথ্য দেই। ব্রাজিল! বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ২২৯টি গোল করেছে। যার ফলে তারা শিরোপার সবচেয়ে কঠিন প্রতিযোগী হয়ে উঠেছে। এর কারণ তারা পৃথিবীর সবচেয়ে অ্যাডভেঞ্চার-প্রিয় জাতি।
বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোলদাতা তুরস্কের হাকান সুকুর! তিনি ১০.৮৯ সেকেন্ডের খেলার পরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করেন।
মাত্র দুটি মহাদেশ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে সফল হয়েছে: ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা। প্রকৃতপক্ষে, ২০১৮ পর্যন্ত গত ২১টি বিশ্বকাপের মধ্যে, ইউরোপীয় দেশগুলো ১৯টিতে ফাইনালিস্ট হয়েছে।
২০২২ সালের ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশীরা বিগত সময়ের মতোই ব্যাপকভাবে যোগদান করছে। ছাদে, বৈদ্যুতিক পোলে পছন্দের দেশের পতাকা উত্তোলন করতে গিয়ে পড়ে গিয়ে কিংবা বিদ্যুৎপৃষ্ট হয়ে ইতোমধ্যেই ৬/৭ জন ভক্ত মারা গেছেন ।
ফুটবল বিশ্বকাপ ২০২২ এর আয়োজনের কাতারের মেগা নির্মাণ প্রকল্পগুলোতে গত ১২ বছরে ১,০১৮ বাংলাদেশী অভিবাসী শ্রমিককের মৃত্যু হয়েছে বলে দ্য গার্ডিয়ান ম্যাগাজিন দাবি করেছে। প্রথম রাউন্ডের খেলায় সৌদি আরবের কাছে আর্জেন্টিনা ২-১ গোলে হেরে যায়। এতে আর্জেন্টিনার কোনো মানুষ মারা না গেলেও বাংলাদেশের এক আর্জেন্টাইন সমর্থক হার্ট অ্যাটাকে মারা যান।
প্রশ্ন হতেই পারে ফিফা বিশ্বর‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? সবার জ্ঞাতার্থে বলছি ২১১টি দেশের ভিতর আমাদের অবস্থান ১৯২তম।
বাংলাদেশ ফুটবল দল ফিফা বিশ্বকাপ খেলা থেকে আলোকবর্ষ দূরে থাকতে পারে, তবে কাতারের এই মেগাইভেন্টে বাংলাদেশের একটি দৃঢ় সংযোগ রয়েছে। এইবার বিশ্বকাপে কাতারে আটটি ভেন্যু তৈরি হয়েছে। এর ভেতর বাংলাদেশের নীলফামারীর একজন কাতার-নিবাসী, প্রকৌশলী ওয়াশিকুর রহমান শুভ কাতারের ফাইভস্টার মর্যাদার বিশ্বের সর্বাধুনিক ‘ডায়মন্ড অব ডেজাটর্’ খ্যাত এডুকেশন সিটি স্টেডিয়ামের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনের জোরে বিশ্ব জয়
হলিউড তারকা মরগান ফ্রিম্যান গত ২০ নভেম্বর ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে আশা, ঐক্য এবং সহনশীলতার বার্তা দিয়েছেন।
ফ্রিম্যানের সাথে যৌথ উপস্থাপন করেছিলেন কাতারি ২০ বছর বয়সী যুবক ঘানিম আল মুফতাহ। ফিফা বিশ্বকাপের একজন দূত মুফতাহ, বৈচিত্র্য এবং গ্রহণযোগ্যতার বার্তা শেয়ার করতে কুরআনের সূরা হুজুরাতের ১৩ নং আয়াত তেলাওয়াত করেন। যেখানে বলা হয়েছে, হে মানবজাতি! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন।
ঘানিম আল মুফতাহ হলেন একজন যমজ ভাই যার জন্ম কডাল রিগ্রেশন সিনড্রোম নামক একটি বিরল ব্যাধি যা নিম্ন মেরুদণ্ডের বিকাশকে ব্যাহত করে। যার ফলে তার গোড়া থেকেই তার দুটি পা নেই। তার গল্প বিশ্বজুড়ে যুবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিশিষ্ট এবং ব্যতিক্রমী উদাহরণ হয়ে মানুষকে বিস্মিত ও অনুপ্রাণিত করছে। তিনি ভবিষ্যতে প্যারালিম্পিয়ান হওয়ার আশা করছেন। তার প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, ঘানিম তার প্রিয় খেলা হিসেবে সাঁতার, স্কুবা ডাইভিং, ফুটবল, হাইকিং এবং স্কেটবোর্ডিংয়ে ভালো করছে।
স্কুলে, মুফতাহ তার হাতে জুতা পরে ফুটবল খেলতো। সে পুরো উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামসে আরোহণ করে। তার এভারেস্টে আরোহণ করার ইচ্ছা আছে। ইনস্টাগ্রামে এক মিলিয়নেরও বেশি ফলোয়ারসহ, আল-মুফতাহ কাতারের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়ন করছে।
ঘানিম তার সাফল্যের জন্য অনেকটাই পিতা-মাতার কাছে ঋণী। যারা তার ইতিবাচক বিকাশের ওপর প্রচণ্ড প্রভাব ফেলেছেন। ডাক্তার তার অপূর্ণাঙ্গতার জন্য তার ভ্রƒণকে গর্ভেই নিঃশেষ করতে পরামর্শ দেয়। কিন্তু তার পিতা-মাতা তাদের জেদ দিয়ে ঘানিমকে সাহায্য করে যাতে তার অক্ষমতার সীমানা অতিক্রম করে একটি স্বাভাবিক জীবনযাপন করে। সে কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হিসেবে ঘারিসা আইসক্রিম প্রতিষ্ঠা করেছে। এই কোম্পানির ৬টি শাখা রয়েছে এবং ৬০ জন কর্মী আছে।
একবিংশ শতকের এই সাহসী বীর ঘানিম হতে শিক্ষা নিয়ে আমরাও সকল বাধা টপকাতে সুন্দর মনের শক্তিকে কাজে লাগাতে পারি।

SHARE

Leave a Reply