প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছো তোমরা?
আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে।
বিদায় ২০২২। স্বাগত ২০২৩।
নতুন বছর। নতুন সূর্যোদয়। নতুন আলো।
তোমাদের জন্য রইলো ইংরেজি নববর্ষের প্রাণঢালা দোয়া ও শুভেচ্ছা।
একটি বছর দেখতে দেখতেই পার হয়ে গেল। আমরা যেন বুঝতেই পারলাম না, কীভাবে বছরটি শুরু হয়েছিল এবং কীভাবে শেষ হলো!
আসলে সময়তো এমনই। বয়ে যায় স্রোতের মতো। বাতাসের মতো। সময় এমনই, যেন হাতে ধারণ করা বরফ খণ্ড! কোনোরকম সঞ্চয় কিংবা সংরক্ষণ করা যায় না। গলে যাবেই।
এ থেকে বোঝা যায় সময়ের গুরুত্ব কতোটা। সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে জীবন হয়ে ওঠে সার্বিক দিক দিয়ে সফলতায় ভরপুর। আর যদি সময়কে সঠিকভাবে কাজে লাগানো না যায়, তাহলে জীবনে নেমে আসে অপরিমেয় দুঃসহ যাতনা। সেই যাতনার ভার বয়ে বেড়ানো অনেক কষ্টের হয়ে যায়।
সুতরাং সময়কে যথাযথভাবে কাজে লাগানো উচিত। আমাদের অলসতার কারণে জীবন যেন থমকে না যায়। সেদিকে খেয়াল রাখা খুবই জরুরি।
প্রাণপ্রিয় বন্ধুরা, তবে এসো- আমরা সময়ের কাজ সময়ে করি। আগামীকাল যা করবো বলে ভাবছি, সেটা আজকেই করি। একটু পরে যা করবো বলে ভাবছি, সেটা এখনই করি। তাহলেই আমাদের জীবন গড়ার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকে না।
নতুন বছরে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে, জীবনে সময় আর কখনও অপচয় করবো না ইনশাআল্লাহ। আমাদের জীবন গঠনের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য সময়কে আমরা যথাযথভাবে কাজে লাগাবো।
নতুন বছরে, নতুন দিনে আমাদের অঙ্গীকার এটাই হোক-
নতুন দিন নতুন আলো
দূর করবো আঁধার কালো।
আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফিজ।