Home ছড়া-কবিতা তরবারি -তানবীর আহমাদ শিবলী

তরবারি -তানবীর আহমাদ শিবলী

লিখতে প্রচুর কষ্ট হয়
লিখতে সময় নষ্ট হয়,
অবসরের মাঝে তাও
মনটা আমার ব্যস্ত রয়।

লিখতে অনেক শিখতে হয়
শব্দমালা ছন্দ লয়,
দুঃখ-সুখের স্বপ্নগুলো
শুভ্র খাতায় আঁকতে হয়।

লেখতে অনেক দেখতে হয়
অজানাকে জানতে হয়,
মনের ভেতর জমে থাকা
কথাগুলো বলতে হয়।

লিখতে অটল থাকতে হয়
আসুক যত বিপদ ভয়,
কলম নামের তরবারিতে
কাটতে সকল বিপর্যয়।

SHARE

Leave a Reply