Home ছড়া-কবিতা লতিফা আজাদ পুষ্প -মুহাম্মদ রাসূল

লতিফা আজাদ পুষ্প -মুহাম্মদ রাসূল

আমার নবীর আগমনে
হাসে জগৎকুল
আমার নবী প্রিয় নবী
মুহাম্মদ রাসূল।

তোমার নামে গায়রে পাখি
মোনাজাতে ভেজে আঁখি
মনটা আমার হয় যে আকুল,
তুমি আমার প্রিয় নবী
মুহাম্মদ রাসূল।

প্রভুর কাছে শোকর হাজার
পারছি হতে নবীর উম্মত,
নবীর পথে চলতে আমার
দাও না প্রভু হিম্মত।

রাসূল আমার হৃদয় জুড়ে
শীতল আবে হায়াত,
বিচার দিনে রাসূল তোমার
চাই যে শাফায়াত।

নবী আমার আলোর আশা
নবী আমার স্বপ্ন ভাসা
ভালোবাসার মূল,
দীন দুনিয়ার মহা মানব
মুহাম্মদ রাসূল।

SHARE

Leave a Reply