Home Featured শিক্ষাপাতা ইংরেজি উচ্চারণ শেখার সহজ কিছু উপায় -নাইম হোসেন

ইংরেজি উচ্চারণ শেখার সহজ কিছু উপায় -নাইম হোসেন

ইংরেজি পড়তে গিয়ে আমরা প্রায়ই শব্দের সঠিক উচ্চারণ করা নিয়ে সমস্যায় পড়ে থাকি। কিছু নিয়ম জানলেই কিন্তু খুব সহজে উচ্চারণ করা যায়। আজকের আর্টিকেলে আমরা ইংরেজি শব্দ সঠিক নিয়মে উচ্চারণ করার ১০টি অসাধারণ নিয়ম নিয়ে আলোচনা করবো।

Rule-১ : শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “K” এক্ষেত্রে ক অনুচ্চারিত থাকে।
উদাহরণ : Knowledge (নলেজ) – জ্ঞান
Knight : (নাইট) – অশ্ব।

Rule-২ : W-এর পরে h/r থাকলে “W” উচ্চারণ হয় না।
উদাহরণ : Write (রাইট) – লেখা।
Wrong (রং) -ভুল।

Rule-৩ : শব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ হয় না।
উদাহরণ : Name ( নেইম) -নাম।
Come (কাম) -আসা।

Rule-৪ : m+b পর পর থাকলে এবং B-এর পর কোনো Vowel না থাকলে B উচ্চারিত
হয় না।
উদাহরণ : Bomb (বম) – বোমা।
Comb (কৌম) – চিরুনি।
Thumb (থাম)-হাতের বুড়ো আঙুল।
Thumbnail (থামনেল) – আঁকা।

Rule-৫ : word-এর শেষে GN থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে এ
অনুচ্চারিত থাকে।
উদাহরণ : Design (ডিজাইন) – উদ্ভাবন করা।

Rule-৬ : L+M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে খ অনুচ্চারিত থাকে।
উদাহরণ : Calm (কাম) – শান্ত।
alms (আমজ) – ভিক্ষা।
pulm (পাম)-তালগাছ।

Rule-৭ : শব্দে T থাকলে এবং T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মতো হয়।
উদাহরণ : Lecture (লেকচার) – বক্তৃতা।
Structure (স্ট্রাকচার) – গঠন।

Rule-৮ : Consonant + IA + Consonant এভাবে Word গঠিত হলে, IA এর উচ্চারণ
(আইআ)-এর মতো হয়।
উদাহরণ : Dialogue (ডায়ালগ)- কথোপকথন।
Diamond (ডায়ামন্ড) – হীরক।
liar (লায়ার)- মিথ্যাবাদী।
Liability (লাইয়াবিলিটি) – দায়।

Rule-৯ : I + R + Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না
হয়ে “আ” হয়।
উদাহরণ : First (ফার্স্ট)-প্রথম।
Birth (বার্থ) – জন্ম।
Bird (বার্ড) – পাখি।
Circle (সার্কেল) – বৃত্ত।

Rule-১০ : ৪ বর্ণ বিশিষ্ট Word এ Consonant + I + Consonant + E এভাবে ব্যবহৃত
হলে তার উচ্চারণ “আই” এর মতো হয়।
উদাহরণ : গরপব (মাইস) – ইঁদুর।
Rice (রাইস) – চাল।
Wice (ওয়াইস) – বিজ্ঞ।
Size (সাইজ) – আয়তন।

SHARE

Leave a Reply