Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁ পি থে কে ঝাঁ পি থে কে

ঝাঁ পি থে কে ঝাঁ পি থে কে

কিশোরকণ্ঠে প্রতি মাসে বা প্রতি দুই মাসে ‘আসহাবে রাসূলের জীবনী’ নামে একটি ফোরাম খুললে ভালো হতো।
আলী আকবর
টুমচর, সদর, লক্ষ্মীপুর
– তোমার প্রশ্নটি বুঝতে পারছি না। কী বলতে চাইছো, সুন্দর করে বুঝিয়ে বলো ভাইয়া।

আমাদের এখানে “কিশোরকণ্ঠ” পৌঁছুতে অনেক দেরি হয়ে যায়। ফলে “শব্দধাঁধা” ও “বলতে পারো” এর উত্তর দিতে পারি না! প্রতি মাসে ৫ তারিখের আগে “ই-কিশোরকণ্ঠ” এ পিডিএফ ফাইল অথবা ফেসবুক পেজে “শব্দধাঁধা” ও “বলতে পারো” প্রকাশ করলে উপকৃত হবো।
মুহাম্মদুল্লাহ
গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ
– সঠিক সময়ে পত্রিকা পৌঁছানোর বিষয়ে আমরা সকল সময় আন্তরিক। দোয়া করো, আল্লাহ কবুল করুন।

কিশোরকণ্ঠ নিয়ে ডকুমেন্টারি করলে ভালো হয়। এতে শিশুরা আরো বেশি পড়তে আগ্রহী হবে।
ফায়জুল মাওলা ফায়াদ
কুমিল্লা মহানগর
– আলহামদুলিল্লাহ। খুব সুন্দর প্রস্তাব। দোয়া করো। আল্লাহ কবুল করুন।

কিশোরকণ্ঠে হাসির বাক্সে সবসময় একই রকম কৌতুক আসে, তাই কৌতুক পড়ে তেমন মজা লাগে না। এ বিষয়ে দৃষ্টি দিলে ভালো হয়।
ওমর রাইয়ান
দক্ষিণখান, উত্তরা, ঢাকা
– ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তুমিও সুন্দর সুন্দর কৌতুক পাঠাতে পারো।

SHARE

Leave a Reply