Home ছড়া-কবিতা আড়িয়ালখাঁ -মুস্তফা হাবীব

আড়িয়ালখাঁ -মুস্তফা হাবীব

আড়িয়াল খাঁ নদীর পাড়ে তিত্তাপাতার চর,
সেই চরেতে সিরাজ মুন্সি বাঁধছে সুখের ঘর।
নদীর সঙ্গে সখ্যতা তার নদীর সঙ্গে খেলা,
সকাল সন্ধ্যা ভাসায় সিরাজ কলাগাছের ভেলা।

পাবদা-পুঁটি, ইলিশ মাছ আর কাচকি মাছের রূপ,
মাছের রূপে মুগ্ধ হয়ে থাকছে সে যে চুপ।
বর্ষাকালে উঠান জুড়ে জল থইথই করে,
সিরাজ তখন খোশ আমোদে বড়শিতে মাছ ধরে।

নেই যে কোনো অভাব ঘরে অল্পতে খুব খুশি
মিঁউ মিঁউ ডাকছে ঘরে একটা পোষা পুষি।
পললভূমি চাষ করে পায় ফুল ও ফসল সোনা!
এই নদীটি নিয়ে থাকে হাজার স্বপ্নবোনা।

SHARE

Leave a Reply