Home তোমাদের কবিতা আলোর ভুবন -শাহাজাহান হোসেন

আলোর ভুবন -শাহাজাহান হোসেন

আমরা তো ফুল কলি বাগানের ফুল
হাতে নিয়ে দেখো মোরা কত তুলতুল
আমাদের কাজ সেতো জয় করা মন
ভালো কিছু করার জন্য দৃঢ় সদা পণ।

অল্পতে দমে গিয়ে করি না তো ভয়
বাধার পাহাড় রুখে আমাদের জয়
আমাদের মনগুলি খুবই উদার
ভালোবেসে সবার দেই হাসি উপহার।

দুখিদের কান্নায় কেঁদে ওঠে মন
হাসির ভুবন জুড়ে করি যে আপন
আমাদের হাতে হবে সত্যের জয়
ভুবন হবে আলোক আর সুখ, প্রীতিময়।

SHARE

Leave a Reply