Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

মুহা: হেলাল উদ্দীন
মহেশ^রীপুর, কয়রা, খুলনা
বলতে পারো ও শব্দ ধাঁধার পুরস্কার কীভাবে দেওয়া হয় জানতে চাই।
– বিজয়ীর নাম ঠিকানা, মোবাইল নম্বর থাকলে সেই ঠিকানায় দেওয়া হয়।

শরীফ আবদুল্লাহ
দশমিনা, পটুয়াখালী
ছবি দেখে গল্প বলি বিভাগটি চালু করলে ভালো হতো?
– চিন্তা করা যাবে ইনশাআল্লাহ।

ইসমাঈল সাজিদ নিশান
৫ নং ব্রিজ সংলগ্ন, কল্পলোক আবাসিক, বাকলিয়া, চট্টগ্রাম
কিশোরকণ্ঠে ভ্রমণ বিভাগে ভ্রমণ সম্পর্কে কোনো লেখা কি ছবিসহ পাঠানো যাবে?
– কম্পোজ করে ছবিসহ মেইল করলে হবে। সাথে পূর্ণ নাম ঠিকানা, মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে।

সানীম মুহাম্মাদ সাইফান
মুহাম্মাদপুর, সদর, সুনামগঞ্জ
এই বছর কি কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা কিংবা রং-তুলি প্রতিযোগিতা হবে না?
– ইনশাআল্লাহ। দোয়া করো।

SHARE

Leave a Reply