Home ছড়া-কবিতা এসো ভাই -আবদুল হালীম খাঁ

এসো ভাই -আবদুল হালীম খাঁ

এসো ভাই একদিন গ্রাম দেখে আসি
সেখানে সবার মুখে ফুটে আছে হাসি।
নিরাপদ পথ ঘাট মাঠে পাট ধান
কৃষকের মুখে মুখে হাসি খুশি গান।
আঁকাবাঁকা গ্রামগুলো ছোটো ছোটো ঘর
খোঁয়াড়ে হাঁস মুরগি খোপে কবুতর।
শাপলা আর পদ্ম ফোটা বিল ঝিল
মাথার ওপরে ওড়ে কাক বক চিল।
মাঠ চিরে ছুটে চলে খাল নদ নদী
ঝির ঝির তির তির বহে নিরবধি।
নদীচর মাঠ ঘাট গজারির বন
সাদা সাদা কাশফুল দেখে ভরে মন।
আম জাম লিচু গাছে ডালে ডালে পাখি
ভালোবাসা ¯েœহপ্রীতি কত মাখামাখি।
ক্ষেতে ক্ষেতে তিল তিসি সবুজের দোলা
ঘাসে ছাওয়া মেঠো পথ যায় কি ভোলা!

চষা মাঠের সোঁদা সোঁদা মাটির ঘ্রাণ
ফুরফুরে বাতাসে জুড়ায় মন প্রাণ।
সকালে সোনা রোদ রাতে চাঁদের আলো
গ্রাম যেনো রূপ কথা লাগে বড়ো ভালো।
কতদিন খাইনি মায়ের হাতের মোয়া
শিশির ভেজা ঘাসে পায়ে লাগেনি ছোঁয়া।
বর্ষায় ঘাটে ঘাটে বাঁধা ডিঙি নাও
কতদিন হলো আমি দেখিনি সে গাঁও!

SHARE

Leave a Reply