Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারো একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই,
পরিচালক ভাইয়া

আগস্ট, ২০২২ মাসের ছড়া
“এই লেখাটি তাদের শুধু
আর কেউ নয় অন্য,
বিশ^ মাঝে শীর্ষ হবে
কেবল তাদের জন্য।”

মে, ২০২২ মাসের ছড়া
“কোন্ মিনার থেকে ভেসে আসে
বেলালের আজানের সুর?
আমাদের পৌঁছুতে হবেই সেখানে
হোক না সে পথ বহুদূর!”

হোক না সে পথ কণ্টকাকীর্ণ
বিপদ মুসিবতে ভরা,
বিজয় হবে তো সেই পথেই
দেখবে চেয়ে এই ধরা।

এক আজানে হাসবো সবাই
এক আজানে কাঁদবো,
মুসলিম জাতি এক হয়ে ফের
বিজয় ছিনিয়ে আনবো।

ফেরদৌস জামান
তেঁতুলিয়া, পঞ্চগড়।

আরো যাদের লেখা
ভালো হয়েছে-

হাফিজ উল্যাহ, হাতিয়া, নোয়াখালী; আমিনুল ইসলাম কাইয়ুম, জমাদ্দার বাড়ি, নড়াইল; মহি উদ্দিন, মাইজদী, সদর, নোয়াখালী; আবদুল আহাদ, হাতিয়া, নোয়াখালী; ফাতিমা নাদিন এশা, গাংনী, মেহেরপুর; সাইয়েদ আববার ফাহীম, ঈদগাঁও, কক্সবাজার; আহাম্মদ ইয়াছিন আরাফাত, মনপুরা, ভোলা; তানিয়া আক্তার, চৌদ্দগ্রাম, কুমিল্লা; রহমাতুল্লাহ আল আরাবী, বোয়ালিয়া, রাজশাহী; পারভেজ অমি, কালিগঞ্জ, সাতক্ষীরা; আর জে কাওসার, ভেদরগঞ্জ, শরীয়তপুর; জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর, জামালপুর; আরিফুল হক মিজান, শিবগঞ্জ, সদর, সিলেট; ফারিহা ফেরদাউস, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; আল আমিন হোসেন, উলিপুর, কুড়িগ্রাম; ওসমান গণি, রামু, কক্সবাজার; আরিফুর রহমান আদিব, নরসিংদী সদর, নরসিংদী।

SHARE

Leave a Reply