Home ছড়া-কবিতা খাওয়ায় ভুল -আল আমিন সিফাতী

খাওয়ায় ভুল -আল আমিন সিফাতী

খেতে বসে শত ভুল
করবো না তো আর,
সুন্নাহ মেনে খাবার খাবো
খুলবো নেকির দ্বার।

দোয়া পড়ে করবো শুরু
রবের নামেই সব,
মিলেমিশে খাবো সবাই
বরকত দেবেন রব।

করবো না তো কখনোই
খাবার অপচয়,
রবের দেওয়া হালাল খাবার
সবই বরকতময়।

SHARE

Leave a Reply