দাম বেড়েছে আটা ময়দার
দাম বেড়েছে চালের,
দাম বেড়েছে তেল পেঁয়াজের
দাম বেড়েছে ডালের।
দাম বেড়েছে সাবান সোডার
দাম বেড়েছে নুনের,
দাম বেড়েছে পান সুপারির
দাম বেড়েছে চুনের।
দাম বেড়েছে জিরা মসলার
দাম বেড়েছে আদার,
দাম বেড়েছে মাংস মাছের
দাম বেড়েছে গাধার।
দাম বেড়েছে বাদাম বুটের
দাম বেড়েছে আলুর,
দাম বেড়েছে ইট পাথরের
দাম বেড়েছে বালুর।
দাম বেড়েছে বাড়ি গাড়ির
দাম বেড়েছে চাকার,
দাম বেড়েছে বিত্তবানের
দাম বেড়েছে টাকার।