মনের পশু জবাই করে
কাটাও মনের নিঁদ,
হিংসা নিন্দা ঝেড়ে ফেলে
সবাই করো ঈদ।
গোস্তো রুটি রান্না করে
ডাকো আপন জন,
গরিব দুখী কোথায় খাবে
ওদের আছে মন।
কুরবানি যে ঘরে ঘরে
গরিব করে কাজ,
ভাগে ভাগে গোস্ত দিয়ে
পুণ্য করো আজ।
সকাল বেলা ঈদের নামাজ
সবাই মিলে পড়ো,
ঈদের দিনে খুশির সময়
দুখীর হাতটা ধরো।