Home ছড়া-কবিতা বর্ষাকালে -এস আই সানী

বর্ষাকালে -এস আই সানী

সারাটাদিন মেঘলা আকাশ
থেকে থেকে দেয়া ডাকে
বৃষ্টি নামে ফোঁটায় ফোঁটায়,
বৃষ্টি নামে আকাশ ভেঙে
খালেবিলে নদীনালায়
তাল-সুপারির বোঁটায় বোঁটায়।

বৃষ্টি নামে সারাটাদিন
দিনের পরে দিন পেরিয়ে
থেকে থেকে টানাটানা,
বৃষ্টি নামে ঝরঝরিয়ে
টিপটিপিয়ে খুব আয়েশে
বৃষ্টি নামার নেই যে মানা।

দূর পাড়া-গাঁ ঝাপসা লাগে
কুয়াশাতে দেয় যে ঢেকে
কুয়াশা নয় বর্ষা ঝরে,
সন্ধ্যা-সকাল ঝুমুর ঝুমুর
নূপুর পায়ে মেঘবালিকা
গা রেখেছে ফর্সা করে।

বিল-বাঁওড়ে শাপলাশালুক
সাঁতরে বেড়ায় উদোম জলে
নাচন তোলে টেংরাপুঁটি,
কদমফুলের শাখার তলে
ভিজতে থাকে পাখির বাসা
আর ছানাদের ছোটাছুটি।

ঝাপুরঝুপুর বৃষ্টি এসে
চুপটি করে দেয় চুমিয়ে
পদ্মফুলের ফর্সাগালে,
রঙে আঁকা ছবির মতন
এমন মধুর দৃশ্যগুলি
যায় সে দেখা বর্ষাকালে।

SHARE

Leave a Reply