Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারো একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই
পরিচালক ভাইয়া

জুলাই ২০২২ সংখ্যার ছড়া
“মোমের মতো জ্বলতে শেখো
মোমের মতো আলো দাও
আলো ছড়াও গোটা বিশ্বে
নিজের স্বার্থ ভুলে যাও।”

এপ্রিল ২০২২ সংখ্যার ছড়া
“মনের কপাট বন্ধ যার
মনের কপাট বন্ধ
চোখ থাকতেও অন্ধ সে
চোখ থাকতেও অন্ধ।”

ভালো কাজে নেইতো আবেগ
নেইতো সাধুর গন্ধ
আঁধার কালোয় সাজায় রূপ
বাধায় শুধু দ্বন্দ্ব।

রঙিন ভাবে ব্যর্থ জীবন
পায় না কোথাও সুখ
বেঁচে থেকেও জীবন তার
ঘন আঁধার দুখ।

আল আমিন হোসেন
দুর্গাপুর দারুসসালাম
উলিপুর, কুড়িগ্রাম।

আরো যাদের লেখা

ভালো হয়েছে-

জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; ইমাম উদ্দীন, ভাঙ্গুড়া, পাবনা; নাইয়েদ আবরার ফাহিম, ঈদগাঁও, কক্সবাজার; ফিরোজ বিন রেজাউল, ঝিকরগাছা, যশোর; আরিফুল ইসলাম, ফুলতলা, খুলনা; ইব্রাহিম জুয়েল, ফুলগাজী, ফেনী; ফারিহা ফেরদাউস, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; ইয়াছিন আরাফাত, ডিমলা, নীলফামারী; তানিয়া আক্তার, চৌদ্দগ্রাম, কুমিল্লা; জোবাইদুল ইসলাম, মিরসরাই, চট্টগ্রাম; কাজী নাজিদ নেওয়াজ, সবুজবাগ, ঢাকা; মতিউর রহমান, পাবনা সদর; মুহিউদ্দীন আহমাদ মাসুম, ইপিজেড রোড, কুমিল্লা।

SHARE

Leave a Reply