মধুমাসে মধুফল গাছে গাছে পাকে
ডালে ডালে কাঁচা পাকা আম ঝুলে থাকে।
কালো জাম খেয়ে খোকা বলে আরো দাও
আনারস মন ভরে মুখে তুলে নাও।
চারদিক ভরে যায় কাঁঠালের ঘ্রাণ
মধুমাসে মধুফলে ভরে ওঠে প্রাণ।
নানা ফলে এই ঋতু মন করে জয়
বারোমাস জুড়ে যদি মধুমাস হয়!
মধুমাসে মধুফল গাছে গাছে পাকে
ডালে ডালে কাঁচা পাকা আম ঝুলে থাকে।
কালো জাম খেয়ে খোকা বলে আরো দাও
আনারস মন ভরে মুখে তুলে নাও।
চারদিক ভরে যায় কাঁঠালের ঘ্রাণ
মধুমাসে মধুফলে ভরে ওঠে প্রাণ।
নানা ফলে এই ঋতু মন করে জয়
বারোমাস জুড়ে যদি মধুমাস হয়!