Home ছড়া-কবিতা তাদের খোঁজ -সানজীদ নিশান চৌধুরী তাদের খোঁজ -সানজীদ নিশান চৌধুরী June, 2022 তোমার মতো আমার মতো কতো শিশু আজ ফুটপাথে জীবন কাটায় করে কতো কাজ। যেমন তারা মায়ের শিশু তোমরাও তো তেমন একটুও কি নিচ্ছো খবর তারা আছে কেমন? ওরা উপোস থাকে রোজ তাদের নিও একটু খোঁজ!