Home তোমাদের কবিতা ঈদের জামা -মুনির শফিক

ঈদের জামা -মুনির শফিক

ঈদের জামা পরবে গায়ে
ঘুরবে পাড়া ঘুরবে নায়ে
নেই তো খোকার মানা
পাশের বাসার খেলার সাথি
কাঁদবে দিনে কাঁদবে রাতি
চাইবে জামা না না!

তোমরা যারা পরবে জামা
আনবে বাবা আনবে মামা
দাওনা তাদের বলে
আমার বন্ধু গরিব ছেলে
একটি জামা ঈদে পেলে
হাসবে হৃদয় গলে।

নাই ভেদাভেদ তুমি আর সে
গরিব হলে দাঁড়াও পাশে
খুলে মনের চিত্ত
চাঁদ সুরুজের এই ছায়াতে
হাসবে সবাই এক কায়াতে
হাসবে সবাই নিত্য।

SHARE

Leave a Reply