দুধমাখা চাঁদ আকাশপানে
ভাসছে সবাই খুশির বানে
ফুলকলিদের মাঝে দেখি
খুশির এ ঢেউ অথৈ,
আনন্দ ঢল এল নেমে
দুখের ধারা গেল থেমে
খুশির প্রকাশ কমই হবে
বলি না ঠিক যতই।
দুখী যারা এমন দিনে
মুখটা মলিন খুশি বিনে
নিরাশ প্রাণে আশা জাগাও
ওদের কাছে ডাকো,
মলিন মুখে হাসি ফুটুক
ওদের কিছু খুশি জুটুক
সুখ বিলিয়ে সবার মাঝে
খুশির ছবি আঁকো।