ঘর ছেড়ে গিয়েছিলাম
ফুলের সাথে খেলতে
পাখির সাথে পাল্লা দিয়ে
ডানা দুটো মেলতে।
নেই যে ডানা আমার পিঠে
তোমার ডানায় চড়বো
দমকা বাতাস এলে না হয়
তোমার গলে ধরবো।
যাচ্ছি পাখির ডানায় চড়ে
দেখছো মেঘের দেশে
তবে কেন ডাকছো বলো
আলতো জোরে কেশে?
ডাকবে না আর ফুলের মেয়ে
আবার ফিরে আসবো
এই যে পাখি-মেঘের মতো
তোমায় ভালোবাসবো।