ঈদের সকালে হেঁটে হেঁটে সবে
ঈদগাহে মোরা যাই
কাঁধে কাঁধ রেখে নামাজের শেষে
বুকেতে বুক মেলাই।
সবার বাড়ি সবাই বেড়াই
ছোটো-বড়ো-বোন-ভাই
ঘরে ঘরে শুধু আনন্দ ঝরে
খুশিতে মাতি সবাই।
কারো সাথে আজ বৈরিতা নেই
নেই কোনো অভিমান
শত্রু-মিত্র ভাই-ভাই সব
সবাই আজ সমান।
ঈদের আনন্দ ভাগ করি সবে
সবাইকে ভালোবাসি
একই স্রষ্টার সৃষ্টি আমরা
ঈদের খুশিতে হাসি।