ঈদ এসেছে শহর নগর
ঈদ এসেছে গাঁয়ে,
ঈদ এসেছে নদীর বুকে
ছোট্ট ডিঙি নায়ে।
আকাশ পানে মেঘের কোনে
বাঁকা চাঁদের হাসি,
উতলে ওঠে জমা যত
স্বপ্ন রাশি রাশি।
ঈদ এসেছে ঈদ এসেছে
সবার মুখে মুখে,
ধনী গরিব সবাইকে আজ
নিচ্ছে টেনে বুকে।
ঈদ এসেছে শহর নগর
ঈদ এসেছে গাঁয়ে,
ঈদ এসেছে নদীর বুকে
ছোট্ট ডিঙি নায়ে।
আকাশ পানে মেঘের কোনে
বাঁকা চাঁদের হাসি,
উতলে ওঠে জমা যত
স্বপ্ন রাশি রাশি।
ঈদ এসেছে ঈদ এসেছে
সবার মুখে মুখে,
ধনী গরিব সবাইকে আজ
নিচ্ছে টেনে বুকে।