খোদার রহম সিয়াম শেষে
বাঁকা চাঁদের হাসি
ঈদ এসেছে বার্তা নিয়ে
আমেজ রাশি রাশি।
ঈদ এসেছে সবার ঘরে
দোলায় শিশুর মন
ছোট্ট মনে ঈদ আলাপন
রাঙায় সারাক্ষণ।
ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক
সমান সবার তরে
হিংসা বিভেদ ভুলে আসুক
সাম্য প্রতি ঘরে।
খোদার রহম সিয়াম শেষে
বাঁকা চাঁদের হাসি
ঈদ এসেছে বার্তা নিয়ে
আমেজ রাশি রাশি।
ঈদ এসেছে সবার ঘরে
দোলায় শিশুর মন
ছোট্ট মনে ঈদ আলাপন
রাঙায় সারাক্ষণ।
ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক
সমান সবার তরে
হিংসা বিভেদ ভুলে আসুক
সাম্য প্রতি ঘরে।